মাদারীপুরের শিবচরে হাফিজা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবলাতলা বাজারে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এ সময় প্রধান আসামিদেরকে গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ নেয় স্বজন ও এলাকাবাসী। নিহত হাফিজা উপজেলার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের চাঁনমিয়া মোল্লার মেয়ে। জানা যায়, একই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক হয়। পরবর্তী শারিরীক সম্পর্কের পর অন্তঃসত্তা হয়ে পড়ে চরবাচামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী হাফিজা আক্তার। কিন্তু এলাকায় বিচার না পেয় গেল ২ জানুয়ারি নিজের বসত করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ঐদিনই নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে...
মাদারীপুরে ছাত্রীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি
ফেনীতে দু'হাত কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে মো. হানিফ (৩৫) নামের এক ব্যক্তির দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহতের স্ত্রী তাসলিমার অভিযোগ, করিম (জুনা) নামে এক ব্যক্তি তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে দুই হাত কেটে হত্যা করেছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। news24bd.tv/TR
জাহাজের সুকানিকে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন, একজনের ৭ বছর কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
নড়াইলে এক জাহাজ সুকানিকে হত্যার দায়ে ঐ জাহাজের ২ কর্মচারীকে যাবজ্জীবন ও ১ জনকে ৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহজাহান আলী এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম ও পটুয়াখালী সদরের চামটা গ্রামের আরশাদ আলীর ছেলে মো. ফারুখ হোসেন খান। তবে ফারুখ পলাতক রয়েছে। এছাড়া ৭ বছরের সাজা দেয়া হয়েছে ঢাকা দারুসসালাম এলাকার মৃত জুয়েল হোসেনের ছেলে মো. সাজ্জাদ হোসেনকে। দণ্ডপ্রাপ্ত রফিকুলের ভাই মামলার অপর আসামি মো. সহিদুল ইসলামকে খালাস দেয়া হয়েছে। বকেয়া বেতন না পেয়ে ক্ষুব্ধ জাহাজ কর্মচারীরা বিগত ২০২০ সালে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংগঠিত করে। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত বকেয়া বেতন...
হিলিতে চলন্ত ট্রেন থেকে পড়ে নিহত ১
অনলাইন ডেস্ক
দিনাজপুরের হিলি রেল স্টেশনের কাছাকাছি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। রেলওয়ে পুলিশ (জিআরপি) মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. তাজরুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি রেল স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ৩ কিলোমিটার পার হওয়ার পর নওপাড়ানামক স্থানে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হাকিমপুর থানার ওসি মো. সুজন মিঞা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর