নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্কুল বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান। উদ্বোধনী খেলায় রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা দল অংশ নেয়। খেলায় মোট ১২টি দল অংশ নেবে। news24bd.tv/SHS
ঠাকুরগাঁওয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
কাশিমপুর কারাগার থেকে মুক্ত হচ্ছেন ১২৭ বিডিআর সদস্য
গাজীপুর প্রতিনিধি
বিডিআর বিস্ফোরক মামলার আসামিরা আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জামিনে মুক্তি পাচ্ছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগারের বিভিন্ন ইউনিটে থাকা ১২৭ জন বন্দি মুক্তি পাচ্ছেন। এদের মধ্যে ২৬ জন কারাগার-১, ৮৯ জন কারাগার-২ এবং ১২ জন হাই সিকিউরিটি কারাগারের বন্দি। দুপুর ১২টা পর্যন্ত ১৬ জন কারাবন্দি জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মুক্তির খবরে কারাফটকে ভিড় করেছেন স্বজনেরা। গত ২২ জানুয়ারি বুধবার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বিডিআর বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকা শর্তে বন্দিদেরকে জামিনে মুক্তি দেয়া হচ্ছে। এর আগে, গত ২০ জানুয়ারি রোববার বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক...
চাচি-দাদির মৃত্যুর খবর দিয়ে ভাইসহ নিজেই না ফেরার দেশে আবু সুফিয়ান
সিলেট প্রতিনিধি
দুই দিনে পরিবারের দুই সদস্যের মৃত্যুর কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আবু সুফিয়ান। ভাগ্যের কী নির্মম পরিহাস, প্রয়াত চাচির জানাজায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরেক চাচাত ভাইসহ নিজেই প্রাণ গেল তার। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা সতী গ্রামে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে আবু সুফিয়ান (১৯) ও তার চাচাত ভাই রিফাত আহমেদ (১৯) প্রয়াত চাচির জানাজায় অংশ নিতে গেলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। রিফাত আহমদ (১৯) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে। আবু সুফিয়ান (১৯) একই গ্রামের ফরিদ আহমদের ছেলে। এর আগে, গত সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান আবু সুফিয়ানের বড় চাচি। পরদিন মঙ্গলবার তার দাদি সহিজুন বেগমের (৭৫) মৃত্যু হয়। সহিজুন বেগম নিজ বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে...
সিইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, আহত
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রাত ১১টার দিকে। সিইপিজেড থানার এসআই আবসার উদ্দিন রুবেল এসব তথ্য জানান। তিনি বলেন, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। পরে সেখান থেকে দুই শিশু বের হতে পারলেও একজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং তাদের মারধর করে। এসআই আরও বলেন, সেসময় ওই সড়ক দিয়েই নৌবাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। তারা নির্মাণ শ্রমিকদের বাঁচাতে গেলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর