চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, নিহত ২

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, নিহত ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরআলাতুলি মধ্যচরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব ৫-এর একটি দল। ইতোমধ্যে  র‌্যাবের সঙ্গে জঙ্গিদের কয়েক দফা গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গোলাগুলিতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোররাত ৪টার দিকে চরআলাতুলি ইউনিয়নের আলাতুলি মধ্যচরে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িটি ঘেরাও করে র‌্যাব।

এরপর হ্যান্ডমাইকে জঙ্গিদের   আত্মসমর্পণের আহ্বান জানায়।  

ওই সময় ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়া হয় বলে দাবি র‌্যাবের। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।  

মঙ্গলবার ভোর পর্যন্ত ওই বাড়ি থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানে দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া বাড়ির মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে।

ওই বাড়িটি আতাউর রহমান পাকুর ছেলে রাশিকুলের।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে পদ্মার বুকে কয়েক বছর আগে চরটি জেগে ওঠে।  

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) রাজশাহী সদর কোম্পানির অধিনায়ক আশরাফুল আলম বলেন, জঙ্গি আস্তানার খবর পেয়ে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়িটি তাঁরা ঘিরে ফেলেন। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য র‍্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু ‘জঙ্গিরা’ ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়। বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে এ প্রতিবেদন লেখার সময় বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।