জাতিসংঘে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন

মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

জাতিসংঘে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

মুজিবনগর সরকার ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে জাতিসংঘে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়েছে। বুধবার বাংলাদেশ স্থায়ী মিশনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটির সূচনা করা হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদসহ এ সরকারের সকল নেতৃবৃন্দের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ প্রদত্ত বক্তব্যে মুজিবনগর দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর