আলেক্সান্দার জভেরেভ ও নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে শুক্রবার (২৪ জানুয়ারি) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন। প্রথম সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭৬ (৭/৫) হেরে যান সারবিয়ান জোকো। এর পরই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। জভেরেভের সঙ্গে প্রথম সেটে লড়াইয়ের সময়েই বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন জোকোভিচ। তবে কেউ ভাবতে পারেনি প্রথম সেট শেষেই ইনজুরির কাছে হার মেনে যাবেন জোকো। যখন ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছিলেন জোকো, তখন দর্শকরা তাকে দুয়ো দিচ্ছিল। জোকো যখন প্রথম সেট হারের পরই প্রত্যাহার করেন ম্যাচ, তখন জার্মান তারকা জভেরেভেরও বিশ্বাস হচ্ছিল না। ফাইনালে উঠে জভেরেভ বলেন, সবার আগে যে কথাটা বলতে চাই, দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুয়ো দেবেন না। জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের দারুণ ম্যাচ দেখতে চান সবাই।...
হার মেনে নিজেকে সরিয়ে নিলেন জোকোভিচ
অনলাইন ডেস্ক
ভিনিসিয়ুসকে সৌদি ক্লাবের প্রস্তাবে অবাক ফুটবল দুনিয়া
অনলাইন ডেস্ক
ফুটবল দুনিয়ার ইতিহাসে যে প্রস্তাবটি এখন পর্যন্ত কেউ পাননি সেটিই পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান তারকার সামনে রীতিমতো টাকার পাহাড় রেখেছে সৌদি আরবের ক্লাব আল আহলি। ক্লাবটি তাকে পেতে ৩৫ কোটি ডলার (৪ হাজার ২০০ কোটি টাকা) প্রস্তাব করেছে। শুনতে অবিশ্বাস্য হলেও এটিই সত্য। এমন লোভনীয় অফার কি ভিনিসিয়ুস লুফে নেবেন নাকি ছেড়ে দেবেন, তা এখন দেখার বিষয়। ভিনিসিয়ুস যদি এই প্রস্তাবে রাজি হন, তবে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ভিনিসিয়ুসকে পেতে আল আহলি জোর চেষ্টা শুরু করলেও একই দৌড়ে কিন্তু আরও ক্লাব আছে। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর এবং নেইমারের ক্লাব আল হিলালও নাকি কিনতে চায় ব্রাজিলিয়ান তারকাকে। আপাতত অবশ্য এই দুই ক্লাবের চেয়ে বেশ এগিয়ে আছে আল আহলিই। যেখানে আন্তর্জাতিক তারকার মধ্যে রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ এবং ইভান টনিও খেলেন।...
মিরাজ ঝড়ে শেষ চারে খুলনা
অনলাইন ডেস্ক
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ছিল ১৫৩ রান। ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই দলকে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৭০ রান করে তিনি যখন আউট হলেন, তখন খুলনা টাইগার্সের দরকার মাত্র ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। তার পরও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে খুলনাকে (১৫৬/৪), ১ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে। মোহাম্মদ নাঈমকে নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান তুলেছিলেন মিরাজ। নাঈমের বিদায়ে এই জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা আফিফ বেশি সময় টিকতে পারেননি। তবে ২৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মিরাজ ৭০ রান করলে লক্ষ্যচ্যুত হতে হয়নি খুলানকে। গতকালের জয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে খুলনা। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদারকে হারায় তারা। তবে শুরুর ধাক্কা তারা কাটিয়ে উঠে জর্জ মানসি ও জাকির...
আলভারেজকে ভাগিয়ে এনে উড়ছে আতলেতিকো
অনলাইন ডেস্ক
গ্রীষ্মের দলবদলে বিশ্বজয়ী হুলিয়ান আলভারেজকে ম্যানচেস্টার সিটি থেকে ভাগিয়ে এনেছিল আতলেতিকো মাদ্রিদ! সম্প্রতি উড়ছে ক্লাবটি ও আলভারেজ নিজেও। ম্যাচ টাইমের স্বল্পতা ও সিটির ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে খুঁজে না পাওয়ার কারণেই ক্লাব বদলান আলভারেজ। কেউ কেউ তখন এ সিদ্ধান্তকে বোকামি বলে মন্তব্য করেছিলেন। তবে অন্যরা যা দেখতে পারেননি, আলভারেজ ঠিকই সেই চিত্রটা দেখতে পেয়েছিলেন। প্রায় ছয় মাস পর এসে সেই চিত্রটা এখন বাকিদের কাছেও স্পষ্ট। আতলেতিকোতে সেই আলভারেজ পেয়েছেন উড়ন্ত সূচনা। দলের পারফরম্যান্স এবং ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ ভূমিকা রেখে চলেছেন এ আর্জেন্টাইন তরুণ। চ্যাম্পিয়নস লিগে গোল করলেন টানা তিন ম্যাচে (৫ গোল)। সর্বশেষ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লেভারকুসেনের বিপক্ষে ২১ গোলের জয়ে দুটি গোলই এসেছে তার কাছ থেকে। এরপর নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়নস লিগের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর