তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে লক্ষ্মীপুরে ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এসব পানি ও স্যালাইন বিতরণ করা হয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, কলেজ ছাত্রদল নেতা মতিউর আরিফ ও রবিউল আওয়াল চৌধুরী প্রমুখ। ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি বলেন, লক্ষ্মীপুরে প্রচন্ড গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ট হয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাহিরে...
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি-স্যালাইন বিতরণ ছাত্রদল নেতার
লক্ষ্মীপুর প্রতিনিধি

রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হলো রাজশাহীতে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। এ সময় গাজীপুর সাফারি পার্ক হতে আনা প্রাপ্ত বয়স্ক একটি পুরুষ ও আরেকটি মহিলা ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর সোসাইন চৌধুরী বলেন, ঘড়িয়াল বর্তমানে মহা বিপদাপন্ন প্রাণী। এক সময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যে সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। তবে প্রজননের মাধ্যমে আবারো ঘড়িয়ালের বংশ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।...
বিয়ের প্রলোভনে ফেনীতে এসে ধর্ষণের শিকার বিদেশি নারী, অতঃপর...
ফেনী প্রতিনিধি

ফেনীতে বিয়ের প্রলোভনে বিদেশি এক নারীকে (৪০) ধর্ষণ ও মারধরের অভিযোগে মোখসুদুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ এপ্রিল) গ্রেপ্তারের পর রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মোখসুদুর রহমান জেলার সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ মুসলিম ভুঁইয়া বাড়ির মৃত আবদুর রবের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালে হংকংয়ে মুদি দোকানের ব্যবসা করেন ভুক্তভোগী নারী। তিনি জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে থাইল্যান্ডের নাগরিক। সেখানেই অভিযুক্ত মোখসুদুর রহমানের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে সেখানে দুজনে মিলে একটি ব্যবসা শুরু করেন। পরবর্তীতে মোখসুদুরকে ব্যবসা ও বাংলাদেশে জমি কেনার জন্য ২ লাখ ১০ হাজার হংকং ডলার ও কিছু স্বর্ণালংকার...
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে, নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর