চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন শিক্ষকদের পক্ষ থেকে এই চূড়ান্ত সময়সীমার কথা জানান। তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার কেন? ৫ আগস্টের পর তো টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছিল। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। তা না হলে শাহবাগ থানা ঘেরাও করা হবে, এরপর সচিবালয়ও অবরুদ্ধ করার ঘোষণা দেওয়া হবে। তিনি আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা কি এই...
এবার সরকারকে আল্টিমেটাম দিলেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
তারিক সিদ্দিকের বিরুদ্ধে ৪ মামলার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে চার মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে, তারিক সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি আত্মসাতসহ দুর্নীতি ও নানা অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এছাড়া গত ২২ অক্টোবর তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ এ-সংক্রান্ত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠায়। news24bd.tv/SHS
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৬তম বার বাড়ল
অনলাইন ডেস্ক
সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের ১১৬ বার বাড়িয়েছে আদালত। আদালত আগামী ২ মার্চ পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় দিয়েছে। এদিকে, গত ৮ জানুয়ারি ঢাকার আরেকটি আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলার সঙ্গে সংশ্লিষ্টতায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ১২ বছর ধরে অমীমাংসিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র্যাবের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ বলেন, দীর্ঘদিনেও তদন্ত শেষ না হওয়া দুর্ভাগ্যজনক। এতে শুধু সাগর রুনির পরিবার নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত...
বিচার চান ছাগলকাণ্ডের মতিউর
অনলাইন ডেস্ক
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় আমাকে হেনস্তার শিকার হতে হয়েছে। আমি ন্য়ায়বিচার চাই। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে মামলার শুনানিতে তিনি এ কথা বলেন। এদিন তাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ডের পক্ষে শুনানি করে বলেন, তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি মানিলন্ডারিং অপরাধে জড়িত আছেন কি না সেটা জানতে হবে।পারিবারিক জীবনে কেমন সম্পদের মালিক ছিলেন এবং চাকরিজীবনে তিনি কত সম্পদ অর্জন করেছেন সেটা নিরূপণ করতে হবে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান তার জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, এ মামলায় তাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তার জামিন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর