সিরাজগঞ্জে একটি মন্দিরের তালা ভেঙে প্রতিমা ও এর গায়ে থাকা স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতের কোনো এক সময় জেলার বেলকুচি উপজেলার পৌর শহরের দেলুয়া শ্রী শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে স্বপন কুমার পোদ্দার জানান, রাত আটটার দিকে ভক্তরা উপাসনা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান। সকালে মন্দিরের সামনের তালা খুলে ভেতরে গিয়ে দেখা যায় উত্তর-পূর্ব কোণের গেটের তালা ভাঙা। মন্দিরের প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন বিগ্রহ চুরি করা হয়েছে। স্বপন কুমারের দাবি, চুরির ঘটনায় মন্দিরের ক্ষতি দেড় লাখ টাকা। এদিকে বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবো।...
তালা ভেঙে মন্দিরের স্বর্ণালঙ্কার চুরি
অনলাইন ডেস্ক
ইজতেমায় সংঘর্ষে আহত আরও এক মুসল্লির মৃত্যু
মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের মাওলানা স্বাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত মিজানুর রহমান নামের আরও এক মুসল্লি মারা গেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা স্বাদর মিডিয়া সমন্বয়ক মো. সায়েম। তিনি জানান, মিজানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি তাবলীগ জামাতের সাদপন্থীদের একজন সক্রিয় সদস্য এবং ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন। গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের পন্থীদের সংঘর্ষে ওই সময় মিজানুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ মাস ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। টঙ্গী পশ্চিম থানার...
রেল যোগাযোগ বন্ধ, জয়দেবপুর-টঙ্গীতে যাত্রীদের চরম ভোগান্তি
মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর :
আজ সকাল থেকে সারাদেশে রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন মাস্টার হানিফ আলী জানান, আন্দোলনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় স্টেশনগুলোতে শতশত যাত্রী আটকা পড়েছেন। অনেকেই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছেন। জয়দেবপুর জংশন, টঙ্গী ও শ্রীপুর স্টেশনগুলোতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। যাত্রীরা জানান, আগে থেকে কোনো নোটিশ না থাকায় তারা অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিতে পারেননি। নিয়মিত ঢাকাযাত্রী আরিফুল ইসলাম জয়দেবপুর স্টেশনে এসে জানতে পারেন ট্রেন চলবে না। কিন্তু আসন্ন বই মেলার প্রকাশনার কাজে ঢাকা যাওয়া অতীব জরুরি হওয়ায় তাকে অধিক খরচে সড়ক পথে যাতায়াত করতে হবে বলে জানায়। আরও পড়ুন সারাদেশে ট্রেন চলাচল...
যশোরের সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোর প্রতিনিধি :
যশোরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে জেলার মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ভ্যানযাত্রী মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রূপা খাতুন, তবে নিহত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ তাহেরুল ইসলাম স্থানীয়দের কাছে জানান, বিকালে মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চিনাটোলাগামী একটি ভ্যানকে যশোরগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক ও যাত্রী রূপা খাতুন নিহত হন। এ সময় গুরুতর আহত দুই যাত্রীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।...