শ্রীলঙ্কায় নিহত বেড়ে ২৯০

শ্রীলঙ্কায় বোমা হামলা পরের দৃশ্য

শ্রীলঙ্কায় নিহত বেড়ে ২৯০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। পুলিশের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। গতকাল রোববারের ওই হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

নিখোঁজও রয়েছেন বেশ কিছু মানুষ।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গতকাল সকালে এই দ্বীপরাষ্ট্রে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিন হোটেলে এ হামলা হয়। পরে আরও দুই স্থানে হামলা হয়।

গতকাল ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওচিত্রে দেখা যায়, বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে গেছে একাধিক গির্জা ও হোটেলের ভেতরের জায়গা। মেঝেতে পড়েছিল রকাক্ত মরদেহ। আক্রান্ত এলাকায় পড়েছিল রক্তের ছোপ।

ভয়াবহ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।

এদিকে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা।  

বিবিসি বলছে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি।

প্রধানমন্ত্রী শেখা হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছেন। বিস্ফোরণে সেলিমের মেয়ে-জামাই আহত হয়েছেন। গতকাল বিকেল পর্যন্ত সেলিমের নাতির খোঁজ পাওয়া যায়নি।

 (নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর