সৌদি আরবসহ বিভিন্ন দেশের বহির্গমন ছাড়পত্র (ক্লিয়ারেন্স) আবেদন সরাসরি গ্রহণ না করায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে আন্দোলন করেছেন রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রার সদস্যরা। আজ বুধবার (৫ মার্চ) বিএমইটি কার্যালয়ে এ আন্দোলনের সময় কর্মকর্তাদের সঙ্গে এজেন্সি প্রতিনিধিদের উত্তপ্ত বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। জানা গেছে, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০ জন এজেন্সি প্রতিনিধি বিএমইটি মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের দপ্তরে গিয়ে আলোচনা করছেন। ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএমইটি ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় বারবার সমস্যা সৃষ্টি করছে। আজ হঠাৎ করে বলা হচ্ছে, সব আবেদন অনলাইনে জমা দিতে হবে, কিন্তু আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। ফলে কোনো ম্যানুয়াল আবেদন জমা নেওয়া হচ্ছে না, যা কৃত্রিম সংকট তৈরি...
বিএমইটির বহির্গমন ছাড়পত্রে জটিলতা, বায়রা সদস্যদের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক

গুলশানের বাসায় ‘তল্লাশির’ বিষয়ে যা জানালো প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায়, ওই বাসার সাবেক কেয়ারটেকারই তল্লাশি করতে জনগণকে উসকানি দিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং। বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলোশাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবাছেলে। ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে ২০২৫ জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও...
সরকারে যুক্ত হলেন আরও দুজন
নিজস্ব প্রতিবেদক

সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদা আরও দুজনকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তারা দুজন হলেন শেখ মইনউদ্দি এবং ফয়েজ আহমেদ তৈয়্যব। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দুজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আরও পড়ুন ফের মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি ০৫ মার্চ, ২০২৫ এর আগে, একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারীকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন। এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড....
১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়লেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিদায়ী এ শিক্ষা উপদেষ্টা। বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, প্রতিবছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার ক্ষেত্রে প্রকৃত চাহিদার চেয়েও অনেক বাড়তি দেখানো হয়। বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপাতে সমস্ত লেনদেন দেখানো হয়। বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থিরতা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর