রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ১০ ঘর পুড়ে ছাই

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ১০ ঘর পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দশটি বসত ঘরসহ প্রায় ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো যেতে বিড়ম্বনার
সৃষ্টি হয়। তাই দ্রুত খুঁটি অপসারণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত বাড়ির মানুষ ও এলাকাবাসী জানান, রোববার রাত দশটার দিকে পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ ঢালী কান্দি গ্রামে। খুটির কারণে সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পেরে দশটি বসত ঘর আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের খুঁটির কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহতা বেড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

অগ্নিকাণ্ডে ইদ্রিস আলী ঢালীর দুটি তোতা ঢালীর তিনটি, আবু তালিব ঢালীর তিনটি ও তৈব ঢালীর দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এলাকাবাসীর খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের কাছাকাছি আসলেও রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের একটি খুঁটি থাকায় বিকল্প রাস্তা দিয়ে গাড়িটি ঘুরে আসে। বিকল্প রাস্তা দিয়ে ঘুরে আসতে প্রায় একঘণ্টা সময় ব্যয় হয়। শিবচর শহর থেকে ঘটনাস্থল মাত্র পনের মিনিটের রাস্তা হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে সময় নেয় প্রায় দেড় ঘণ্টা। রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটিটি না থাকলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারত। ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী দ্রুত বিদ্যুতের খুঁটিটি
রাস্তার মাঝখান থেকে সড়ানোর দাবি জানিয়েছেন।

শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ মোর্তজা মোরশেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুতই রওয়ানা দেয়, তবে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় বিকল্প পথ দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টা সময় বেশি লাগে। যে কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর