পাবনার সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে স্থানীয় তিন বিএনপি নেতা ও এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার (৪ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ চিঠিতে শোকজের কথা জানানো হয়। ওই তিন বিএনপি নেতা হলেন, সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা ও বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা। ছাত্র দল নেতা হলেন এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খান। তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। news24bd.tv/আইএএম...
জামায়াত নেতার সঙ্গে অশোভন আচরণ, তিন বিএনপি নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক

দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে, বিষয়টা এত সহজ নয়: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু লোক নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে। বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায় অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে তাদেরও ক্ষতি হবে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নতুন দলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচনই তো শেষ না। এর পরও নিবার্চন হবে। নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে, বিষয়টা এত সহজ নয়। বিএনপি এক দিনেই এই জায়গায় আসেনি। প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবনই চলে গেছে। আমাদের চেয়ারপারসন...
জামায়াত ক্ষমতা নয়, দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
দল হিসেবে নেতাদের প্রতিষ্ঠিত করতে নয়; বরং জামায়াতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (৪ মার্চ) ন্যাশনাল ডক্টরস ফোরাম, ঢাকা মহানগরী উত্তরের ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াত ইসলাম ক্ষমতায় যেতে নয়; বরং দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। রমজানের তাৎপর্য উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতিতে জাকাতের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। বলেন, শাড়ি, লুঙ্গি কাউকে না দিয়ে; বরং জাকাতের পরিপূর্ণ হক আদায় করলেই সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসবে। news24bd.tv/SHS
সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে রিজভীর ফোন
অনলাইন ডেস্ক

ঢাকার আশুলিয়া থানায় ঢুকে ওসির সাথে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওই থানার ওসিকে ফোন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওসি মনিরুল হক ডাবলুর অফিস কক্ষে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের আশুলিয়া থানার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রুহুল কবির রিজভীর নজরে আসে পরে তিনি ওসিকে ফোন করেন। জানা যায়, রিজভী বিএনপির দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন সুমন নামের ব্যক্তিটি ভুয়া পরিচয়ে থানায় গিয়ে বিএনপির নাম নিয়ে এমন অপকর্ম করেছেন। সাথে সাথে তিনি আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ভুয়া পরিচয়ে পুলিশ কর্মকর্তার সাথে অসদাচরণ করার জন্য আইনি ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান। এই বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর