অভিনেতা সালেহ আহমেদ আর নেই

ছবি সংগৃহীত

অভিনেতা সালেহ আহমেদ আর নেই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অভিনেতা সালেহ আহমেদ আর নেই। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন নন্দিত এই অভিনেতা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ বুধবার (২৪ এপ্রিল) মারা গেলেন তিনি।

আজ দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সালেহ আহমেদের পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

চলতি বছরের শুরুতে গুণী অভিনেতা সালেহ আহমেদের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সালেহ আহমেদ। এছাড়া তার ফুসফুসে প্রদাহজনিত সমস্যাসহ বাতের সমস্যায়ও ভুগছিলেন।

বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন। ১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর