‘যুক্তরাষ্ট্র এফ-৩৫ না দিলে অন্য কোথাও দেখব’

এফ-৩৫ বিমান

‘যুক্তরাষ্ট্র এফ-৩৫ না দিলে অন্য কোথাও দেখব’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমেরিকা এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ না করে তাহলে তুরস্ক অন্য কোনো দেশ থেকে এমন মানের বিমান সংগ্রহ করবে। এমন মতামত ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন।

তুর্কি সংসদ প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকীর অনুষ্ঠানে তুর্কি মন্ত্রী বলেন, আমেরিকা যদি এফ-৩৫ সরবরাহ করতে ব্যর্থ হয় তাহলে তুরস্ক সেরা প্রযুক্তি খুঁজে নেবে।

‌‘আমরা এরইমধ্যে এফ-৩৫ বিমান তৈরির অংশীদার, আমরা এ প্রকল্পে অংশ নিয়েছি এবং প্রয়োজনীয় অর্থ দিয়েছি। এ নিয়ে বর্তমানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো খারাপ অবস্থা তৈরি হয় তাহলে আমরা এমন কোনো জায়গা থেকে আমাদের প্রয়োজন মেটাব যেখানে সেরা প্রাযুক্তির প্রস্তাব থাকবে। ’

আমেরিকা থেকে তুরস্ক ১০০টি এফ-৩৫ বিমান কিনতে চায় এবং এজন্য অগ্রিম অর্থ দিয়েছে।

এর পাশাপাশি দেশটি ২৫০ কোটি ডলার ব্যয়ে আংকারা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেছে।

এরপর আমেরিকা তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না বলে শোনা যাচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর