রাস্তায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

রাস্তায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি

রাস্তায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌর শহরের মাদ্রাসা মোড়ের ব্রীজের উত্তরে অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণের দাবি জানিয়েছে পথচারীরা। যেকোনো সময় পোলটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়,খুঁটি দীর্ঘদিন থেকে এমন অবস্থায় রয়েছে, গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে।

তাছাড়া উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে যাওয়ার জন্য এ সড়কটি ব্যবহার করা হয়। অথচ ঝুঁকিপূর্ণ খুঁটিটি কারো নজরে আসছে না।

স্থানীয় ব্যবসায়ী রনজু আহমেদ জানান, এই পথ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে, খুঁটিটি না সড়ালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

মো. শাহরিয়ার নামের এক শিক্ষার্থী জানান, এদিক দিয়ে যাওয়ার সময় অনেক আতঙ্কে যেতে হয়, দ্রুত পোলটি অপসারণের দাবি তার।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মিজানুর রহমান জানান, বিষয়টি আমাদের জানা ছিল না, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর