সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল। র্যাবের গণমাধ্যম শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, সিরাজগঞ্জের তাড়াশ থানার এটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডা. আব্দুল আজিজ একজন শিশু বিশেষজ্ঞ। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রাজধানীর কারওয়ান বাজারে পদ্মা জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় সোমবার রাত ১১টার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি চেম্বারে ঢোকে। এরপরই র্যাবের পোশাকে এসে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালে সিরাজগঞ্জ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তিনি। স্বাধীনতা...
সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
যেসব শর্তে আন্দোলন স্থগিত তিতুমীর শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৭ দফা দাবিতে আন্দোলন করে আসছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসে সোমবার রাতে আন্দোলন স্থগিত করেন তারা। এদিন রাতে মহাখালীতে শিক্ষার্থীদের সাথে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে যুগ্মসচিব মো. নুরুজ্জামান জানান- জমি, আবাসন ও পরিবহন সংকট নিরসনের জন্য আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেয়া হবে। এসময় তিনি বলেন, তিতুমীর কলেজে একইসাথে অভিজ্ঞ শিক্ষকদের পোস্টিং এর ব্যবস্থা করা হবে। ১৫০ জন নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। শিক্ষার্থীরা জানায়, সাত দফা দাবির ৬টি দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে আগামী ৭ দিনের মধ্যে সব দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী...
দীর্ঘদিন একই অফিসে কর্মরতদের বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
শ্রম মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অফিসে দীর্ঘদিন যারা কর্মরত আছেন তাদের অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এমনকি মাঠপর্যায়ে কোন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। দায়িত্ব নেয়ার পর থেকেই এম সাখাওয়াত হোসেন শ্রম মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কারখানা, শ্রম অঞ্চলসহ মাঠ পর্যায়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ কলকারখানা মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। সেখানে অভিযোগ আসে মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। তারই...
কারাবন্দী ফারুক খানের ফেসবুক পোস্ট, যা বলছে কারা কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ চান না বলে সামাজিক মাধ্যমে সাবেক মন্ত্রী ফারুক খানের একটি পোস্ট ভাইরাল হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারে বসে এ ধরনের প্রচার কিংবা ফেসবুক চালানো সম্ভব নয়। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, ৩ ফেব্রুয়ারি Faruk Khan নামক জনৈক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিন শর্ট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে, কারাগার হতে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক আছেন। কারাগারে আটক কোনও বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের কোনও সুযোগ নেই বিধায় বর্ণিত আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক কারাগার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর