দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এর কয়েকবার বিয়ে ও সন্তান জন্মের উড়ো খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা। তবে হঠাৎ আড়াল ভাঙলেন পপি। প্রকাশ্যে এলেন এক পারিবারিক বিতর্কের সূত্র ধরে। সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছোট বোন ফিরোজা পারভীন। অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেলে তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাঁদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে বলে জানা গেছে। জানা গেছে, পপি বিয়ে করেছেন পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে। তাঁদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম...
আড়াল ভেঙে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে পপি
অনলাইন ডেস্ক
খারাপ অভিজ্ঞতার ব্যাপারে যা বললেন ববি হক
অনলাইন ডেস্ক
ঢাকাই চিত্রনায়িকা ববি হক দেড় দশক ধরে সিনেমায় কাজ করছেন। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন দেহরক্ষী, রাজত্ব, অ্যাকশন জেসমিন, বিজলীর ভালো সিনেমা। অভিনেত্রী সিনেমা নিয়েই ব্যস্ত আছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন কাজ প্রসঙ্গে নানা কথা বললেন ববি। নায়িকা জানালেন, কয়েকদিন ধরে বেইমান সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এরপর শুরু করবেন বউ সিনেমার শুটিং। তছনছ সিনেমার শুটিং শুরু করার কথাও জানিয়েছেন নায়িকা। নায়িকার কথায়, দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই। জীবনে পাওয়া নানা খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে ববি হক বলেন, খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। এটা এখনও ঘটছে। যেমন, ঘরে বাবা-মা ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়। আবার একটু মনোমালিন্যও হয়ে যায়, যে বিষয়টি খুবই...
দর্শকদের এবার সার্কাস দেখাতে আসছেন মিথিলা
অনলাইন ডেস্ক
এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর জলে জ্বলে তারা সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা। তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন, এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি। মিথিলা...
হত্যার হুমকি দিয়েছেন পপি, অভিযোগ করলেন বোন
অনলাইন ডেস্ক
কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। তার বিয়ে ও সন্তানের জন্মের উড়ো খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা। তবে হঠাৎ করেই গুরুতর এক অভিযোগ আনা হলো পপির বিরুদ্ধে। স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা করছেন পপি, এমন অভিযোগই উঠেছে এছাড়া হত্যার হুমকিও দিয়েছে তার পরিবারকে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত