দুটি হত্যা মামলাসহ ৩ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সকালে তাকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবরে ঢাকায় গ্রেপ্তার হন ইমরান আহমদ। তার বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট ও কোতোয়ালী এলাকায় দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলার দায়ের করা হয়েছে। বুধবার শুনানিতে জামিন আবেদন করলে দুটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। news24bd.tv/FA
সাবেক মন্ত্রী ইমরান আহমেদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
সিলেট প্রতিনিধি
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জেসিনার পদ স্থগিত
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির সদস্যসচিব জেসিনা মোর্শেদের (প্রাপ্তি) পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। মঙ্গলবারের ওই চিঠিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন উপজেলা কমিটি গঠনে আপনার কিছু সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে। যার কারণে যশোর জেলা শাখায় আপনার সদস্যসচিব পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, জেসিনা মোর্শেদের বিরুদ্ধে ঝিকরগাছা উপজেলা কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ...
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া (২০) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে আনিসুল হককে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ২৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আশিক মিয়ার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।...
নোয়াখালীতে থানায় সালিস বৈঠকে মারামারি, আটক ৬
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে সালিস বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাইদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে উভয়পক্ষের পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। তবে বিকেল পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর