আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ তিউনিশিয়া সীমান্তে অভিবাসীদের ঘিরে বেআইনি ব্যবসা নিয়ে এরই মধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষকদের একটি যৌথ দল। গত ২৯ জানুয়ারি ইউরোপীয় সংসদে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। রিসার্চ এন্ড রিসার্চারস (আরআরএক্স) নামে অজ্ঞাতনামা গবেষকদের একটি দল এই নথি তৈরি করেছে। ভুক্তভোগীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, তিউনিশিয়া ও লিবিয়া কর্তৃপক্ষ সীমান্তে আসা পুরুষ, নারী ও শিশু অভিবাসীদের নিয়ে ব্যবসা করে। যদিও ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই করতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি করেছে। ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত তিউনিশিয়া থেকে লিবিয়ায় পুশব্যাকের শিকার সাব-সাহারা আফ্রিকার ৩০ অভিবাসীর সাক্ষ্যের ভিত্তিতে পুরো প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অভিবাসীদের সাথে মানবতাবিরোধী অপরাধ, নির্বিচারে আটক,...
লিবিয়া-তিউনিশিয়া সীমান্তে অভিবাসীদের ‘পণ্যের মতো’ বিক্রি
অনলাইন ডেস্ক
![লিবিয়া-তিউনিশিয়া সীমান্তে অভিবাসীদের ‘পণ্যের মতো’ বিক্রি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738803825-a017e0caf9119cc47e6729799c0161ba.jpg?w=1920&q=100)
পূজা-অর্চনা নয়, দেবতাকে ধুমপান করিয়ে তুষ্ট করলেই পূরণ হবে মনবাসনা!
অনলাইন ডেস্ক
![পূজা-অর্চনা নয়, দেবতাকে ধুমপান করিয়ে তুষ্ট করলেই পূরণ হবে মনবাসনা!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738775397-898a890dfbd759d5997a33d1339d72d5.jpg?w=1920&q=100)
পূজা, অর্চনা, ফুল কিংবা ভোগ চড়িয়ে নয়, মনোবাঞ্ছা পূর্ণ হয় দেবতাকে ধূমপান করালে। অভিনব কায়দায় প্রাচীন এ আন্দেয়ান দেবতা, একেকোর পূজা করেন পেরুর ইনকা ধর্মাবলম্বীরা। ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে, হাতে প্রতীকী টাকা গুজে, বাদ্য বাজনা ও নাচের মাধ্যমে করা হয় প্রার্থনা। অনুসারীদের বিশ্বাস, ধূমপান করিয়ে মনের যেকোনো ইচ্ছা জানালে তা পূরণ করেন প্রাচুর্য ও সৌভাগ্যের দেবতা। রাজধানী লিমায় প্রতিবছর জাঁকজমক আয়োজনে করা হয় একেকোর বন্দনা। প্রবল বাদ্যবাজনার সাথে দেবতার মুখে দেয়া হয় জ্বলন্ত সিগারেট। হাতে গোজা থাকে প্রতীকী নোট। প্রাচুর্য ও সমৃদ্ধির দেবতার কাছে অভিনব এই উপায়ে জানানো হয় মনের আকাঙ্ক্ষা। এ বিষয়ে এক ভক্ত বলেন, প্রতিবছর আমরা শ্রদ্ধাভরে এ দিনটি উদযাপন করি। দেবতা একেকোকে ধূমপান করালে তিনি মনের যেকোনো ইচ্ছা পূরণ করেন। গোলগাল আকৃতির মানবসদৃশ প্রতিকৃতিটিকে...
যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সরিয়ে নিচ্ছে ট্রাম্প
অনলাইন ডেস্ক
![যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সরিয়ে নিচ্ছে ট্রাম্প](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738772849-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার সব সময়ই মনে হয়েছে, জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে এটি সেই সম্ভাবনার জায়গায় নেই। তাদের অবশ্যই ঠিকমতো কাজ করতে হবে। যেসব দেশ ন্যায্যতা দাবি করে, তাদের প্রতি জাতিসংঘের ন্যায়সংগত আচরণ করা উচিত। তিনি বলেন, কোনো কোনো দেশ বহিরাগত, খুব খারাপ এবং প্রায় সময় তারাই অগ্রাধিকার পাচ্ছে। যদিও ট্রাম্প কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজও করব। আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক...
নতুন বান্ধবী পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বললেন বিল গেটস
অনলাইন ডেস্ক
![নতুন বান্ধবী পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বললেন বিল গেটস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738772249-c556c3dc9141df7cac3f43d03c417859.jpg?w=1920&q=100)
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তার নতুন বান্ধবী পলা হার্ডকে সিরিয়াস গার্লফ্রেন্ড বলে উল্লেখ করেছেন। ৬৯ বছর বয়সী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি পলা হার্ডের সঙ্গে মজার সময় কাটাচ্ছেন। গেটস বলেন, পলা হার্ডের মতো একজন একান্ত বান্ধবী পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা একসঙ্গে অলিম্পিকসহ অনেক ভালো অভিজ্ঞতার সঙ্গী হচ্ছি। ২০২১ সালে গেটস তার ২৭ বছরের দাম্পত্য সম্পর্ক থেকে বিচ্ছেদ নেন মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে। তাদের তিন সন্তান রয়েছে এবং গেটস সম্প্রতি জানিয়েছেন, মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদ তার ভুল সিদ্ধান্ত ছিল এবং তিনি সেই ভুলের জন্য সবচেয়ে বেশি অনুতপ্ত। তবে এখন তিনি নিজের জীবনে উৎফুল্ল অনুভব করছেন। বিল গেটস ও পলা হার্ড ২০২২ সালে একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন, তবে তাদের সম্পর্ক নিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর