বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বেশ কটাক্ষের শিকার হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এজন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন, এমনকি তিনি কাজও হারিয়েছেন বলে জানিয়েছিলেন। ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।প্রায়ই জয় সামাজিক মাধ্যমে নানা ইস্যু নিয়ে নানা পোস্ট দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) লিখেছেন, মহানবী বলেছিলেন মধ্যপন্থা অবলম্বন করতে। আমরা জানি তার প্রতিটি কথা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আমরা সার্থক আমরা এই নবীর উম্মত। এরপর লেখেন, আজ দেখলাম পৃথিবীর অন্যতম সেরা ডাক্তার দেবি শেঠি তার এক কলামে লিখলেন শরীর রক্ষার জন্য মধ্যপন্থা অবলম্বন করতে। ডায়েটিং কিংবা ব্যায়াম কিংবা উদ্দীপক ঔষধ কোনোকিছুই যেন অতিরিক্ত না হয়। আসলেই মধ্যপন্থা অবলম্বন করলেই সকল বিষয়ে আত্মতৃপ্তি এবং শান্তি মিলবে। তা হোক টাকা স্ট্যাটাস খ্যাতি কিংবা...
সার্থক আমরা মহানবীর উম্মত: জয়
অনলাইন ডেস্ক
![সার্থক আমরা মহানবীর উম্মত: জয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738821677-0c9316ade0eebfd0166a33bc50badb38.jpg?w=1920&q=100)
প্রযোজকের প্রস্তাবে ভয় না পেয়ে যা করেছিলেন কীর্তি
অনলাইন ডেস্ক
![প্রযোজকের প্রস্তাবে ভয় না পেয়ে যা করেছিলেন কীর্তি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738817750-9c90ac11918589cc15d6d83422fa9d39.jpg?w=1920&q=100)
কাস্টিং কাউচের শিকার বলিউডের প্রায় অভিনেত্রী। এই নিয়ে চলছে বলিউডে তুমুল আলোচনা-সমালোচনা। একে একে অভিনেত্রীরা প্রকাশ করছেন তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার। সম্প্রতি নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন পিঙ্কখ্যাত অভিনেত্রী কীর্তি কুলহারি। কাস্টিং কাউচের ব্যাপারে এবার সাফ জবাব দিলেন কীর্তি, তিনি বলেন কাস্টিং কাউচে ভয় নেই। ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত! কীর্তি জানান, তিনি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। তখন পেশাজীবনের একেবারে শুরুর দিক। একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন কীর্তি। সিনেমাটি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলছেন। নানা কথার ফাঁকে আচমকাই প্রযোজক তাকে কুপ্রস্তাব দেন। ইঙ্গিতে বোঝান, সিনেমার বিনিময়ে প্রযোজকের প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, একেই কি কাস্টিং কাউচ বলে? আমি কি কাস্টিং কাউচ-এর শিকার?...
সংসার ভাঙতে যাচ্ছে জাস্টিন বিবারের
অনলাইন ডেস্ক
![সংসার ভাঙতে যাচ্ছে জাস্টিন বিবারের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738770663-0dba5c6340a5409c5fd54431e73b1f47.jpg?w=1920&q=100)
কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে স্ত্রী হাইলির বিচ্ছেদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিবারের একটি বিধ্বস্ত ছবি। সেখানে বেশ কঙ্কালসার দেখাচ্ছে তাকে। ভাঙা গাল, কোটর থেকে বেরিয়ে আসছে চোখ। শরীরের এই হাল দেখে বোঝা যাচ্ছে, মানসিকভাবে ভালো নেই তিনি। অনেকে মনে করছেন, আবারও মাদকে ডুবে গেছেন বিবার। জানা গেছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি সত্যিই তাকে ডাকা হলে বিষয়টি তার পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে গেছেন। দুই, এই কারণেই হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে। অন্যদিকে জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী...
যৌন নিপীড়নে দোষী নির্মাতার এ কেমন শাস্তি হলো
অনলাইন ডেস্ক
![যৌন নিপীড়নে দোষী নির্মাতার এ কেমন শাস্তি হলো](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738770105-09ef600e648da760d35e65dad46e6fc6.jpg?w=1920&q=100)
ফরাসি অভিনেত্রী আদেল হেনেলকে যৌন নিপীড়নের দায়ে নির্মাতা ক্রিস্টোফ রুজিয়াকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার প্যারিসের একটি আদালত নির্মাতা রুজিয়াকে চার বছরের সাজা ঘোষণা করেছে। যদিও রুজিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আদালত চার বছরের সাজা দিলেও রুজিয়াকে জেলে যেতে হবে না। কারণ দুই বছর শাস্তি মওকুফ করেছে আদালত, বাকি দুই বছর দোষী এই নির্মাতাকে ইলেকট্রনিক ব্রেসলেট পরতে নির্দেশ দেয়া হয়েছে। রুজিয়ার আইনজীবী ফানি কলিন সাংবাদিকদের জানান যে তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০০১ সালে দ্য ডেভিলস ছবির শুটিংয়ের সময় নির্মাতা রুজিয়ার দ্বারা যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন আদেল গেনেল। তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। আদেল শিশুশিল্পী থাকা অবস্থায় রুজিয়ার বয়স ছিল ৩৬। ২০১৯ সালে হেনেল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর