সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২ যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ আটক করা হয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এয়ারপোর্টের গ্রিন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটকের পর শুল্ক গোয়েন্দারা সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও দুই যাত্রীকে আটক করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বর্ণের পরিমাণ নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্টরা।...
সিলেট বিমানবন্দরে সাড়ে ১৭ কেজির স্বর্ণসহ আটক ২
![সিলেট বিমানবন্দরে সাড়ে ১৭ কেজির স্বর্ণসহ আটক ২](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738820696-83669d8bfc41f83088224c74c9011dd1.jpg?w=1920&q=100)
পটুয়াখালীর ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
অনলাইন ডেস্ক
![পটুয়াখালীর ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738817835-4cc3d20047c6271f6b16f9ee83c710d3.jpg?w=1920&q=100)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালীর ৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে এক সভায় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন, পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি): জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান। পটুয়াখালী-২ (বাউফল): ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাওয়ুম। মতবিনিময় সভায় বরিশাল মহানগর জামায়াতের আমির...
টিকটক করা নিয়ে দুইপক্ষের বিবাদে শিক্ষার্থী নিহত
অনলাইন ডেস্ক
![টিকটক করা নিয়ে দুইপক্ষের বিবাদে শিক্ষার্থী নিহত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738816508-d52c1a4340bbd5ef793e69c530463071.jpg?w=1920&q=100)
চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক করা নিয়ে দুইপক্ষের বিবাদে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুমিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরতর আহত হয়েছে একই এলাকার রহমত উল্লাহর পুত্র মো. মুকিত উদ্দিন (১৭)। জানা যায়, সন্ধ্যায় দুই বন্ধু পূর্ব তাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা...
রাতে ইজতেমা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষ
অনলাইন ডেস্ক
![রাতে ইজতেমা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738814254-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা উপলক্ষে গড়ে ওঠা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নিউ মন্নু ফাইন কটন মিলসের মাঠে গড়ে ওঠা অস্থায়ী মার্কেটে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- রাসেল (১৮), হামিম (২৮) ও আলাদ হোসেনসহ (৩৫) অন্তত পাঁচজন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে জ্যাকেটের দোকানের কর্মচারী হামিম ও কম্বলের দোকানের কর্মচারী রাসেলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি হয়। এরপর খবর পেয়ে মার্কেটের ইজারাদার ফজলু মিয়া এগিয়ে আসলে তার সঙ্গে দোকান কর্মচারীরা তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ইজারাদার ফজলু মিয়ার লোকজন দোকানদারদের ওপর হামলা চালায়। হামলায় দোকান কর্মচারী হামিম, রাসেল ও ইজারাদার পক্ষের আলাদ হোসেনসহ পাঁচজন আহত হন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর