সম্প্রতি লিবিয়ার ভূমধ্যসগার উপকূল থেকে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যাদের লাশ উদ্ধার হচ্ছে তাদের বেশিরভাগ বাংলাদেশি। আমাদের এপ্রোচ কাজ করছে না। আমাদের দালালি চক্র না ভাঙতে পারলে এমন ঘটনা রোধ করা সম্ভব হবে না। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় তিনি এসব কথা বলেন। ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা অবিরাম উসকানি দিচ্ছে বলেই দেশে এখন এমন ঘটনা ঘটছে। তিনি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমনটা হতো না। তিনি বলেন, হাসিনার সাম্প্রতিক বক্তব্য অনেক বেশি উসকানিমূলক ছিল, তাই জনগণের সেন্টিমেন্টে লেগেছে। তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য না দেওয়া সম্পর্কে লিখিত অনুরোধ করা হয়েছিল ভারতকে। তবে সেই অনুরোধের জবাব পায়নি বাংলাদেশ। ভারতকে নতুন...
‘দালালি চক্র ভাঙতে না পারলে এমন ঘটনা রোধ সম্ভব নয়’
অনলাইন ডেস্ক
![‘দালালি চক্র ভাঙতে না পারলে এমন ঘটনা রোধ সম্ভব নয়’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738839761-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে ‘গুরুতর আপত্তি’ জানাল ঢাকা
নিজস্ব প্রতিবেদক
![হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে ‘গুরুতর আপত্তি’ জানাল ঢাকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738839431-32eb81cc788c04ac638b9a58f7e03b8d.jpg?w=1920&q=100)
ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধে বাংলাদেশ। ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রাণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে। আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি (শেখ হাসিনা) ভারতে থাকাকালীন সামাজিক মিডিয়া এবং অন্যান্য...
মোবাইলে খবর পড়েন ৫৯ শতাংশ পাঠক, পিছিয়ে যাচ্ছে পত্রিকা
অনলাইন ডেস্ক
![মোবাইলে খবর পড়েন ৫৯ শতাংশ পাঠক, পিছিয়ে যাচ্ছে পত্রিকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738839021-b950292f5fe84fd3dc60888f965f3fb2.jpg?w=1920&q=100)
সকালের প্রথম চায়ে চুমুক দিতে দিতে পত্রিকার পাতা খুলে বসার দৃশ্য এখন খুবই বিরল। ছেলে-বুড়ো সবার হাতেই এখন স্মার্টফোন; স্ক্রিন অন করলেই ভেসে ওঠে কোনো না কোনো খবর। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মেলাতে পারছে না ছাপা পত্রিকা। এ ছাড়া চাইলেই এখন দিনের যেকোনো সময় সব ঘটনার সবশেষ আপডেট নেওয়া যায়, গণমাধ্যমের অনলাইন ভার্সনের সুবাদে; তাও আবার নামমাত্র খরচে। ফেসবুকে ঢু দিতে গেলেই দিনের গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর সব সংবাদ এসে পড়ে সামনে। ফলে, ক্রমেই আবেদন হারাচ্ছে ছাপা পত্রিকা। বিপরীতে লাফিয়ে লাফিয়ে পাঠক বাড়ছে মোবাইলে অনলাইন সংস্করণের। জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত এক জরিপেও মিলেছে এর প্রমাণ। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য জরিপটি করেছে...
ধানমন্ডি ৩২-এ গরু দিয়ে ভুঁড়িভোজের আয়োজন
নিজস্ব প্রতিবেদক
![ধানমন্ডি ৩২-এ গরু দিয়ে ভুঁড়িভোজের আয়োজন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738838456-c6e357aa38a3a9239edf6c149a7b6a03.jpg?w=1920&q=100)
রাজধানীর ধানমন্ডি-৩২-এ এবার আয়োজন চলছে ভুঁড়িভোজের। শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে আনা হয়েছে একটি গরু। গরুটি এনেছেন উৎসুক জনতা। তারা জানিয়েছেন, গরু জবাই করে সেখানে ভুঁড়িভোজ করবেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমণ্ডি-৩২-এ একটি গরু আনতে দেখা যায়। গরুটি আনার সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উৎসুক জনতা। গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমন্ডি ৩২-এ গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি। গরু জবাই কেন? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো দল, কোনো ধর্ম থাকবে না। গরুর গায়ে কিলার হাসিনা লিখে তাকে জবাই করার মাধ্যমে আমরা বোঝাতে চাই ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই। তাদেরকে সমূলে নিপাত করতেই এ আয়োজন। উল্লেখ্য, গতকাল বুধবার রাত থেকে শুরু হয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত