শ্রমিক দিবসে মালয়েশিয়ায় বাংলাদেশি শিল্পীদের কনসার্ট

মালয়েশিয়ায় বাংলাদেশি শিল্পীদের কনসার্ট

শ্রমিক দিবসে মালয়েশিয়ায় বাংলাদেশি শিল্পীদের কনসার্ট

শাহাদত হোসেন, মালয়েশিয়া থেকে

জাতীয় শ্রমিক দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো মালয়েশিয়া গাইবেন জেমস। সবকিছু ঠিক থাকলে ১ মে মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের জন্য মঞ্চ মাতাবেন তিনি।

কুয়ালালামপুরে বিশেষ এই কনসার্টের আয়োজন করছে মিস্টার প্রোডাকশন। আর কনসার্টটি হবে ১ মে বিকেল পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত, কুয়ালালামপুরের ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের এইচএক্সসি গ্র্যান্ড বল রুমে।

নগর বাউল ছাড়াও অনুষ্ঠানে আরও অংশ নেবেন সিনেমা ও গানের বেশ কজন শিল্পী। তাদের মধ্যে নীরব, পিয়া, বিপাশা, এমএইচ রিজভী, সামিয়া জামান, মম, সানজানা মিতু ও আবু হেনা রনি অন্যতম।

মিস্টার প্রোডাকশনের কর্ণধার মাইদুল রাকিব বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন এখন নগর বাউলের অপেক্ষায়।

আয়োজকদের একজন মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ায় জেমসের প্রথম আগমন ঘিরে এখানকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি।

বিশেষ এই কনসার্টের টিকিট মূল্য আসন ভেদে নির্ধারণ হয়েছে ১০০ ও ২০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর