শেখ হাসিনার ভাষণের পর সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগকারী বিক্ষুব্ধ জনতার উদ্দেশে প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আপাতত এপর্যন্তই থামুন, নতুন করে কোন ধরনের ভাঙাভাঙি থেকে বিরত থাকার অনুরোধ থাকলো। আমার বিশ্বাস সরকার আওয়ামী লীগের ব্যাপারে আর নমনীয়তা দেখবে না।' উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারি বুধবার ভারত থেকে শেখ হাসিনার দেয়া ভাষণের পর ধানমন্ডি-৩২ সহ সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তাদের থামার আহ্বান আসে বিভিন্ন মহল থেকে। news24bd.tv/NS
‘আপাতত এ পর্যন্তই থামুন’, সাংবাদিক ইলিয়াসের পোস্ট
অনলাইন ডেস্ক
![‘আপাতত এ পর্যন্তই থামুন’, সাংবাদিক ইলিয়াসের পোস্ট](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738924647-7f42cd884d443832f4f3c144c5c01b82.jpg?w=1920&q=100)
থামুন! শান্ত হোন: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক
![থামুন! শান্ত হোন: মাহফুজ আলম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738868150-d2f433ee9726faebf4f13b46d43f5449.jpg?w=1920&q=100)
থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। পোস্টে আরও বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা। মাহফুজ আলম বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো। তিনি আরও বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই।...
ধানমন্ডি ৩২ এর ঘটনার প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ
অনলাইন ডেস্ক
![ধানমন্ডি ৩২ এর ঘটনার প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738856248-0b18094199ae010263e6acf878cdb2d4.jpg?w=1920&q=100)
খুনি হাসিনা নিজেই দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। এতে সরকার কী করবে? ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান। আসিফ মাহমুদ লিখেছেন, খুনি হাসিনার বাংলাদেশবিরোধী ও গণঅভ্যুত্থানবিরোধী বক্তব্য যে গণক্ষোভের জন্ম দিয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নম্বরে। তিনি আরও লিখেছেন, সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? সবশেষে তিনি লিখেছেন, ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত। এর...
ড. ইউনূসকে দুই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকীর
অনলাইন ডেস্ক
![ড. ইউনূসকে দুই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকীর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738836035-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দুই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই দুই সিদ্ধান্ত হলো- রাষ্ট্রের সকল স্থাপনা থেকে শেখ মুজিবের ছবি সরানো এবং গোপন বন্দিশালা পরিদর্শন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে পিনাকী লেখেন, গতকাল বুধবার বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি। প্রথমত, দেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যেকোনো ধরনের চিহ্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত; ভুক্তভোগী এবং গণমাধ্যমকর্মীদের সেঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাব পরিচালিত গোপন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর