হাতির প্রাণহানি কোনোভাবেই থামানো যাচ্ছে না। একদিকে খাবার সংকট অন্যদিকে স্থানীয়দের হামলায় ৬ মাসে সারাদেশে মারা পড়েছে অন্তত ১৮টি হাতি। এসব মৃত্যুর বেশির ভাগই অস্বাভাবিক। বৈদ্যুতিক ফাঁদে ফেলে আবার কখনো গুলি করে মারা হচ্ছে এসব হাতিদের। প্রাণী গবেষকরা বলছেন, অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির লক্ষ্যেই নৃশংসভাবে হাতি হত্যা করছে পাচারকারীরা। ১৯৮০ সালে প্রথম জরিপে দেশে হাতি ছিল ৩৮০টি। ২০০০ সালে তা কমে দাঁড়ায় ২৩৯টিতে। সবশেষ ২০১৬ সালের জরিপে, হাতি ছিল ২৬৮টি। এরপর আর জরিপ হয়নি। ব্যক্তিপর্যায়ে থাকা পোষা হাতির তথ্যও জানে না বন বিভাগ। চলতি বছরের ৮ এপ্রিল ফাঁসিয়াখালীর জলদি রেঞ্জের মনুরমার ঝিরিতে একটি হাতিকে কুপিয়ে হত্যা করে নখ ও দাঁত কেটে নেওয়া হয়। গত কয়েক বছর ধরে হাতির প্রতি এমন নৃশংসতার নজির নেই। ২৮ মার্চ একই এলাকায় আরেকটি হাতির রহস্যজনক মৃত্যু হয়। রাঙামাটির...
কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যা
নিজস্ব প্রতিবেদক

রেল খাতে বড় ৫ সংস্কার আসছে: উপদেষ্টা ফাওজুল কবির
নিজস্ব প্রতিবেদক

রেল খাতকে লাভজনক ও টেকসই পরিবহনব্যবস্থায় রূপান্তর করতে পাঁচটি বড় ধরনের সংস্কার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পূর্বাঞ্চল রেলওয়ে দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রেল খাতে বড় পাঁচটি সংস্কার হচ্ছে-পুরোনো রেলপথ সংস্কার, নতুন রুটে সংযোগ স্থাপন, আধুনিক যাত্রীসেবা চালু, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা প্রবর্তন এবং নিরাপত্তা জোরদার করা। ফাওজুল কবির বলেন, রেল খাতে এক টাকা আয় করতে খরচ হচ্ছে প্রায় আড়াই টাকা। এ অপারেটিং রেশিও কমিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য, এটি দুই টাকার নিচে নামিয়ে আনা। তিনি জানান, নতুন করে ২৫০টি কোচ (বগি) রেলবহরে যুক্ত করা হচ্ছে। এর একটি অংশ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি...
স্বাধীন ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

জাতিসংঘের একাধিক প্রস্তাবের আলোকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কে আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫ এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ.এ. খানের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এই আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশায় গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসির অবস্থানের জন্য সংস্থাটির প্রশংসা করেন। দুই উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ন্যায়বিচার ও সংকটের...
সাধারণ জাদুঘরের মতো হবে না জুলাই জাদুঘর: ফারুকী
অনলাইন ডেস্ক

সাধারণত জাদুঘর যেমন হয় জুলাই জাদুঘর তেমন হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, আমরা জুলাই জাদুঘর করছি, সাধারণত জাদুঘর যেমন হয় এটা এমন হবে না। এ যাদুঘরে যারাই যাবেন তারা জুলাই-আগস্টের বেদনার ভেতর দিয়ে ভ্রমণ করবেন। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। জুলাই-আগস্ট অভ্যুত্থানের জাদুঘর ভিন্ন আঙ্গিকে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমার বিশ্বাস, যখন জাদুঘর দেখে বের হয়ে আসবেন তখন তিনি হাঁটতে পারবেন না, তার পা ভারি হয়ে আসবে। আমরা চেষ্টা করবো জুলাই যাদুঘরে যেন আপনাদের সমস্ত বেদনা লিপিবদ্ধ থাকে। এ সময় তিনি আরও বলেন, জুলাই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর