শেরপুরের ঝিনাইগাতীতে মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা রূপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার তেঁতুলতলা এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক। রূপালি তেঁতুলতলা গ্রামের আব্দুর রহিমের মেয়ে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়শা সিদ্দিকা রূপালিকে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। news24bd.tv/এআর
শেরপুরে মহিলা আ.লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

মামলা থেকে আ. লীগ নেত্রীর নাম কাটাতে গিয়ে ব্যবসায়ী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা থেকে এক আওয়ামী লীগ নেত্রীর নাম বাদ দেওয়ার জন্য পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় অমিত বণিক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় থানায় বাদীকে মারধর এবং গুলি করার চেস্টার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে খোদ পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সকালে ব্যবসায়ী অমিত বণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও রংপুর মহানগর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলার (নম্বর-১২, তারিখ ২৩-১১-২০২৪) আসামি রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা লিপি ভরসা নামে আওয়ামী লীগের এক নেত্রী। নগরীর আওয়ামী...
পাবনায় সড়কে প্রাণ গেল বাবা-ছেলের
অনলাইন ডেস্ক

পাবনার সাঁথিয়ায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০) ও তার তিন বছর বয়সী ছেলে আবু হুরাইয়া। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর নামক স্থানে ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে...
কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
অনলাইন ডেস্ক

সুন্দরবনের নলিয়ান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের বিসিজি আউটপোস্ট নলিয়ান অভিযান চালায়। এতে খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা মো. ইয়াসিন গাজি (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আটক শিকারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তা। তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোন সুন্দরবনে বনদস্যুতা, জলদস্যুতা, মাদক চোরাচালান ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের...