অভিনেতা আনিসের মৃত্যু

কৌতুক অভিনেতা আনিস রহমান

অভিনেতা আনিসের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনেতা আনিস রহমান (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১১টায় রাজধানীর টিকাটুলীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, কৌতুক অভিনেতা আনিস আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।

সকাল ১১টায় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) তার জানাজা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সকাল নয়টায় টিকাটুলী জামে মসজিদে অভিনেতা আনিসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। মরদেহ এখন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

সেখানে আসরের নামাজ বাদে দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন আনিস। তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবির মাধ্যমে। অসংখ্য ছবিতে সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। বেশির ভাগ ছবিতে হাজির হয়েছেন কমেডিয়ান হিসেবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর