যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে ছয়জন নিহত ও দু’জন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) শারা নামক এলাকায় হিজবুল্লাহর একটি ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল ড্রোন হামলা চালায়।
যদিও গেল নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তারপরও তেল আবিবের সামরিক বাহিনী প্রায়ই হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।
হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা পরিচালনা করা হয়েছে।