মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানিয়েছে দূতাবাস। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পত্রের বরাতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সময়মতো ডেলিভারি দেওয়া দুরূহ হয়ে পড়েছে। এতে আরও বলা হয়, বর্ণিতাবস্থায়, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের...
কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের অনুরোধ দূতাবাসের
![কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের অনুরোধ দূতাবাসের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739278907-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
মালয়েশিয়ায় এক মাসে ২৭ হাজার পাসপোর্ট পেলেন প্রবাসীরা
অনলাইন ডেস্ক
![মালয়েশিয়ায় এক মাসে ২৭ হাজার পাসপোর্ট পেলেন প্রবাসীরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739191514-1053f33c291a3902735f5af6cdff359f.jpg?w=1920&q=100)
বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেয়া হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় এক মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। গত ১২ জানুয়ারি থেকে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টি বিতরণ শুরু করে হাইকমিশন। এর ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট-এর ভিত্তিতে...
২৩ বাংলাদেশিসহ ২৭৮ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অনলাইন ডেস্ক
![২৩ বাংলাদেশিসহ ২৭৮ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739151905-84a28c2265b19144b94b06f50e75ac38.jpg?w=1920&q=100)
মালয়েশিয়া থেকে ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে সাজা ভোগের পর তাদের ফেরত পাঠানো হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জোহর অভিবাসন বিভাগ জানায়, এসব অভিবাসী রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ টার্মিনাল-২) এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে ফিরে গেছেন। ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। অভিবাসন আইন ও অন্যান্য সংশ্লিষ্ট আইনের অধীনে সাজা ভোগের পর, নিজ দেশের দূতাবাসের মাধ্যমে নাগরিকত্ব যাচাই সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন...
কানাডার মন্ত্রীর সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
![কানাডার মন্ত্রীর সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/09/1739074944-3e2d1f46a044a57e0439235aff1f4d89.jpg?w=1920&q=100)
কানাডার অর্থনীতিতে বাংলাদেশি ব্যবসায়ীদের অবদান এবং ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন কানাডার ফেডারেল সরকারের মিনিস্টার ফর স্মল বিজনেস রিচি ভালডেজ। তিনি বলেছেন, টরেন্টোসহ বিভিন্নস্থানে বাংলাদেশি কমিউনিটি ব্যবসা বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে অভিহিত করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিতে ক্ষুদ্র ব্যবসায় যাতে কোনো ধরনের বিরূপ প্রভাব না পরে সে ব্যাপারে সরকার সচেতন রয়েছে। তিনি ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণে ট্রুডো সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। কানাডা এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে গঠিত কানাডা-বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টার ইনক এর আয়োজনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ফেডারেল মন্ত্রী এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর