জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়েরকৃত মামলায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল চারটায় রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মূলত এর পরপরই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে একইদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গণহত্যা ও সহিংসতার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় জাবেদ ডিবির সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে দ্রুতই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।...
গণহত্যার মামলায় 'ফ্যাসিস্ট' আমলের এএসপি কারাগারে
অনলাইন ডেস্ক
![গণহত্যার মামলায় 'ফ্যাসিস্ট' আমলের এএসপি কারাগারে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739290473-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মাইনরিটি জনতা পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
![মাইনরিটি জনতা পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739266145-0ddbf9e01b40c17f30b3605c3eeabd36.jpg?w=1920&q=100)
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) এক মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক। ইসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান। আইনজীবীরা সাংবাদিকদের জানান, এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন না দেওয়ায় দলটির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল পিটিশনার হয়ে হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন। এ বিষয়ে ইসির আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, কমিশনের সঙ্গে আলোচনা করে...
আতিকুলসহ ছয় জনকে ১৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
![আতিকুলসহ ছয় জনকে ১৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739261052-11d89a69913eb23229f7d9efe5ed2849.jpg?w=1920&q=100)
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে ১৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি পুলিশ কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। সোমবার রাতে দ্বিতীয়বারের মত সংশোধনী আনা হয়েছে ট্রাইব্যুনাল আইনে। তবে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয়েছে ট্রাইব্যুনালকে। এ পর্যন্ত ১৮ মামলায় ১২২ জনকে বিচারের মুখোমুখি করেছে প্রসিকিউশন।...
সাগর-রুনি হত্যা: হাতে এসেছে তথ্য, মুখ খুলছে আসামিরা
নিজস্ব প্রতিবেদক
![সাগর-রুনি হত্যা: হাতে এসেছে তথ্য, মুখ খুলছে আসামিরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739259150-ca647e6a1754dfe478f0258c42349a40.jpg?w=1920&q=100)
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে। একইসাথে আসামিরা মুখ খুলছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে। দ্রুতই হাইকোর্টে দাখিল হবে তদন্ত রিপোর্ট। এই আইনজীবী বলেন, বর্তমান সরকার আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা রয়েছে। তিনি বলেন, গঠিত টাস্কফোর্সে যারা রয়েছেন, তারা মামলার বাদী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তদন্তে অনেকদূর এগিয়ে গেছেন। তদন্ত কমিটির সংশ্লিষ্টরা আমাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর