ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। ফ্রান্সের এলিসি প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজের সময় তাদের এই সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদি জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, ওয়াশিংটনে আসন্ন সফরের আগে এটি ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো নেতার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম আলাপ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দুই নেতার মধ্যে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে প্রধানমন্ত্রী মোদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। আরও...
মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মোদির সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
![মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মোদির সাক্ষাৎ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739325838-22f8a3134b11f78723a0314b69557407.jpg?w=1920&q=100)
মোদি কিছুক্ষণ হাত বাড়িয়ে রাখলেও পাত্তা দেননি ম্যাক্রোঁ, কেন?
অনলাইন ডেস্ক
![মোদি কিছুক্ষণ হাত বাড়িয়ে রাখলেও পাত্তা দেননি ম্যাক্রোঁ, কেন?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739325574-bc89de85736afafcf8c1c21cf28b843d.jpg?w=1920&q=100)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে অগ্রাহ্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে বিব্রতকর দৃশ্যটি দেখা গেছে। যদিও ম্যাক্রোঁ ঠিক ওই সময়েই অন্য বিশ্বনেতাদের সঙ্গে করমর্দন করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু নিউজের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে আসে। এছাড়াও এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা...
গাজায় সফল হবেন না ট্রাম্প: সিরিয়ার প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
![গাজায় সফল হবেন না ট্রাম্প: সিরিয়ার প্রেসিডেন্ট](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739292428-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এমনটাই মনে করেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গত সোমবার ব্রিটেনের দ্য রেস্ট ইজ পলিটিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর এর নিয়ন্ত্রণ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে। তিনি বলেছিলেন, তার প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতা আহমেদ আল-শারা। গত ডিসেম্বরে এই গোষ্ঠী...
পশ্চিমবঙ্গে ফের রেল দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের পেছনে ইঞ্জিনের ধাক্কা
অনলাইন ডেস্ক
![পশ্চিমবঙ্গে ফের রেল দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের পেছনে ইঞ্জিনের ধাক্কা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739292023-ba7cb0e05e0c2c262e654bbc807fb6ef.jpg?w=1920&q=100)
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বামনহাট রেলস্টেশনে আবারও ঘটলো এক রেল দুর্ঘটনা। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ল শিশুসহ যাত্রীরা। গুরুতর আহত হয়েছেন অনেকেই। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, দুপুরে শিলিগুড়িগামী যাত্রীবাহী ট্রেন ১৫৪৬৮ বামনহাট রেলস্টেশনে পৌঁছানোর পর, ট্রেনের ইঞ্জিন ঘোরানোর কাজ চলছিল। এ সময় ট্রেনের কামরা থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন করা হয় এবং সেই ইঞ্জিনটি ট্রেনের শেষ বগিতে সংযুক্ত করা হয়। এ সময় ইঞ্জিনটি সজোরে ট্রেনের পেছনে ধাক্কা দিলে যাত্রীরা বেশ কিছু আহত হন। ধাক্কার ফলে অনেক যাত্রী সিট থেকে ছিটকে পড়ে যান। শিশুসহ বেশ কয়েকজন আহত হন। এক আহত যাত্রী জানান, টিকিট কাটার পর ট্রেনের ভেতরে বসেছিলাম। হঠাৎ সজোরে ধাক্কা লাগে এবং সিট থেকে ছিটকে পড়ে যাই। কারও মাথা ফেটেছে, আমার পায়ে ও হাতে চোট লেগেছে। আমার বাচ্চার মুখে রক্ত বেরিয়েছে। আহতদের চিকিৎসার জন্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর