চোর-দুর্নীতিবাজ, ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রগঠন করা সম্ভব নয় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামপন্থী দলগুলোর ঐক্য হলে ইসলামই হবে দেশের একমাত্র চাবিকাঠি। জালিমদের হাত থেকে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের অনিবার্য দাবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের হাইমচর উপজেলা শাখা সমাবেশের আয়োজন করে। ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার আদায়ের জন্য ৫ আগস্ট জীবনবাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারেরমতো দেশ স্বাধীন করেছি। এ...
আগের মতোই দখলদারি-চাঁদাবাজি শুরু করেছে একটি গোষ্ঠী: মুফতি ফয়জুল
অনলাইন ডেস্ক
![আগের মতোই দখলদারি-চাঁদাবাজি শুরু করেছে একটি গোষ্ঠী: মুফতি ফয়জুল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739383959-16cc413aad28c8e0173afa211cfba96c.jpg?w=1920&q=100)
মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জামায়াত আমিরের প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক
![মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জামায়াত আমিরের প্রতিক্রিয়া](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739382541-ff06ed8cb595dfb144d00657a5bcce21.jpg?w=1920&q=100)
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্টফাইন্ডিং মিশন বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, সরকারি বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সহিংস উপায়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এসব ঘটনার জন্য আরও গভীর তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেছে। প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জাতিসংঘের প্রতিবেদনকে গণহত্যার দলিল আখ্যা দিয়ে বলেন, এতে খুনি ও মাস্টারমাইন্ডদের পরিচয় বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। নিজের পোস্টে...
কোনো মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি: ফারুক
নিজস্ব প্রতিবেদক
![কোনো মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি: ফারুক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739372163-04e9d7dc87de6aa72f7c45bd33b2ab2c.jpg?w=1920&q=100)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, দেশে কোনো মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি। মানুষের ভোটেই সরকার গঠন হবে এবং ভোটের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলই ক্ষমতায় থাকবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সেনবাগ পাইলট স্কুলমাঠে জেডএএফ (ZAF) ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ১৩টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে ৮ নম্বর বীজবাগ দল ৫ নম্বর অম্বরনগর ইউনিয়ন দলের মুখোমুখি হয়। ফারুক আরও বলেন, বর্তমান সরকার প্রধানকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছি, সবাই যদি ড. ইউনুসকে সহযোগিতা করেন, তাহলে দেশের গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। তিনি প্রশাসনকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের প্রতিনিধি নন, আপনারা ডক্টর ইউনুসের প্রশাসন।...
বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পায়: রিজভী
নিজস্ব প্রতিবেদক
![বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পায়: রিজভী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739367307-ddc6e28424ba7f9072658e792f071d9a.jpg?w=1920&q=100)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মোনাফেকি করেছে। মোনাফেকি ছাড়া তারা কিছু করেনি। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে নির্বিচারে হত্যা করেছে। অথচ জামায়াত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। তাহলে আপনারা আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কীভাবে মাফ করবেন। তিনি বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সেই ভারত জামায়াতের কাছে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর