পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ভুটানের সাথে বিশেষ করে, বিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে আরো সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি আরও বলেন, ভুটানই প্রথম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এ সময় রাষ্ট্রদূত কুয়েনসিল জোর দিয়ে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের একজন অবিচল অংশীদার এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন। সাক্ষাৎকালে এই অঞ্চলের জনগণের...
বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
![বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739380046-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী
![কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739379883-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়। বুধবার (১২ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেস্কো)-এর সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলনে তিনি এ কথা বলেন। ফারুকী বলেন, কোনো সংস্কৃতি অন্যের চেয়ে ভালো বা শ্রেষ্ঠ নয়। এটি কেবলমাত্র ভিন্নতা। উপদেষ্টা একটি সক্রিয় আইসেস্কোর গুরুত্বের ওপর জোর দেন, যা সদস্য দেশগুলোর সংস্কৃতিকে বিশ্বের সামনে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করতে সহায়তা করতে পারে। তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে আরও কার্যকর ও সম্পৃক্ত সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন, যা প্রতিটি সদস্য রাষ্ট্রে একটি গতিশীল সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি-শিল্প গঠনে সহায়তা করবে। তার বক্তব্যের শুরুতে, ফারুকী সেই বীর বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান,...
এই ঘরেই আমাকে ৮ বছর বন্দী করে রাখা হয়েছিল: ব্যারিস্টার আরমান
নিজস্ব প্রতিবেদক
![এই ঘরেই আমাকে ৮ বছর বন্দী করে রাখা হয়েছিল: ব্যারিস্টার আরমান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739379376-c3ce57717bc4a689496b447b8cd8faba.jpg?w=1920&q=100)
আঙুল দিয়ে একটি ঘর দেখিয়ে বললেন, এখানে আমাকে আট বছর বন্দি করে রাখা হয়েছিল। দিনের বেলা চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে রাখত। রাতের বেলা পিছমোড়া করে বেঁধে হাতকড়া পরিয়ে রাখত। কেন জানতে চাইলে তারা কিছু বলত না। নামাজের সময় পর্যন্ত দিত না। আট বছর ধরে তারা আমাকে নারকীয় অভিজ্ঞতা দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এভাবেই আয়নাঘরের বর্ণণা দিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান। বুধবার রাজধানীর তিনটি এলাকায় র্যাব ও ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা। রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর আয়নাঘর পরিদর্শনের সময় আহমাদ বিন কাসেম উপস্থিত ছিলেন। অভিজ্ঞতা বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, আমি রোগা ছিলাম। মাঝে মাঝে টাফ হয়ে যেত। এ রকম হতো যে, ২৪ ঘণ্টা চোখ...
ঢাকা উত্তর সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার
অনলাইন ডেস্ক
![ঢাকা উত্তর সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739378200-d545407a317dc40fc723369eb50029e1.jpg?w=1920&q=100)
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিনের সই করা এক প্রজ্ঞাপনে এই খবর জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ এজাজ পূর্ণকালীন প্রশাসক হিসেবে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। আরও পড়ুন গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও ১২ ফেব্রুয়ারি, ২০২৫ আইনের শাসন সমুন্নত রাখতে প্রধান উপদেষ্টার আহ্বানআইনের শাসন সমুন্নত রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান একই সঙ্গে তিনি বিধি মোতাবেক সম্মানিত ভাতাসহ অন্য ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর