ভারতীয় র্যাপার অভিনব সিংয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এ র্যাপারের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। এদিকে অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাঁকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র্যাপার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তাঁর ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস। news24bd.tv/TR
স্ত্রীর সঙ্গে বিরোধ, অ্যাপার্টমেন্ট থেকে গায়কের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
এবার কী রণবীরকে ছেড়ে যাচ্ছেন প্রেমিকা!
অনলাইন ডেস্ক
ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে প্রতিযোগীদের আপত্তিকর মন্তব্য করার পর প্রবল বিতর্কের মুখে তিনি। নিজের মন্তব্যের জন্য এর মধ্যেই ক্ষমা চেয়েছেন রণবীর। তবে এই বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। বিষয়টি গড়িয়েছে ভারতের সংসদেও। এদিকে সোশ্যাল মিডিয়ায় রণবীর এলাহবাদিয়াকে আনফলো করে দিয়েছেন প্রেমিকা নিক্কি শর্মা। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় নিক্কির একাধিক পোস্ট ও বাড়িয়েছে জল্পনা। যদিও এই বিষয় নিয়ে সরাসরি মুখ খোলেননি রণবীর না নিক্কি কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় নিক্কি একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে নিয়েছেন। কখনও নিক্কি লিখছেন, নেতিবাচক সমস্ত এনার্জিকে বাদ দিচ্ছি। কখনও আবার নিক্কি লিখছেন, তোমার শরীর যে কেবল খাবার খেতে আগ্রহী হয় না তা নয়, তোমার শরীর এনার্জিকেও বাতিল করে। বাতিল করে কিছু কিছু জায়গা, কিছু কিছু মানুষ,...
যার চোখের ইশারায় ‘কাবু’ বিশ্ব, এখন কোথায় সেই তরুণী
অনলাইন ডেস্ক
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, একটি চোখের ইশারা যা মুহূর্তই রাতারাতি এক তরুণীকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিয়েছিল ভারতে। এর পর তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। ঘটনাটি ২০১৮ সালে, যখন সোশ্যাল মিডিয়া দুনিয়ায় ঝড় তুলেছিল একটি ক্লিপ। সেই ভিডিওর ৭ বছর পর ওই তরুণীর চেহারা, ক্যারিয়ার, এমনকি জীবনযাত্রাও বদলে গেছে অনেকটাই! গত ২০১৮ সালে মালয়ালম ছবি ওরু আদার লাভ-এর একটি গানের দৃশ্যেই প্রথম নজরে আসেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মাত্র কয়েক সেকেন্ডের চোখের ইশারা আর হালকা হাসির অভিব্যক্তি মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয়। ভিডিওটি ভাইরাল হতে মাত্র কয়েক ঘণ্টা লেগেছিল, এরপরই প্রিয়া রাতারাতি হয়ে যান ইন্টারনেট সেনসেশন। প্রিয়া প্রকাশ ভারিয়ারের সেই চোখের ইশারার ৭ বছর কেটে গেছে, তখন ১৮ বছরের তরুণী এখন ২৫শে পা রেখেছেন। আগের তুলনায় অনেক বেশি পরিপক্ব ও গ্ল্যামারাস হয়ে...
পরিবারে ১১ জনের মৃত্যু দেখেন গোবিন্দা
অনলাইন ডেস্ক
আশির দশকের জনপ্রিয় নায়ক গোবিন্দা। এই মুহূর্তে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও তার ভক্তসংখ্যা কিন্তু সেভাবে কমেনি। গত বছরই গুলিবিদ্ধ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শত কষ্টের পরেও মুখের হাসি ম্লান হয় না তার। তবে এই দুঃসময় অভিনেতার জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় গোবিন্দার জীবন। এর মধ্যে রয়েছে তার কোলের সন্তানও। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানান এই কথা। তিনি বলেন, আমি আমার পরিবারের ১১ জনের মৃত্যু দেখেছি। সঙ্গে আমার মেয়েটাও মারা যায়। মেয়ের বয়স তখন ৪ মাস। প্রি-ম্যাচিওর ছিল সে, অনেক কষ্ট করেও শেষরক্ষা হয়নি। জন্মের পরেই মৃত্যু হয় তার। এখানেই শেষ নয়, বাবা-মা থেকে শুরু করে দুই ভাই, এক বোন ও তার স্বামীকেও হারান গোবিন্দা। ভাই-বোনদের সন্তানদের দায়িত্ব এসে পড়ে অভিনেতার কাঁধে। না,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর