বাংলাদেশ রেলওয়ের ২ অঞ্চলের তিনটি স্টেশনের নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ফলে স্টেশনগুলো আগের নামে ফিরেছে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীরেন সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুটি এবং পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম ও কোড পরিবর্তন অনুমোদিত হয়েছে। পূর্বাঞ্চলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশনের নাম পরিবর্তন করে জগনাথগঞ্জ বাজার স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে- জেইউজেবি। ময়মনসিংহ সদর উপজেলার উমেদনগর স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুতিয়াখালী স্টেশন। স্টেশনটির বর্তমান কোড হবে- এসইউওয়াই। এছাড়া পশ্চিমাঞ্চলের পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের নাম পরিবর্তন করে পঞ্চগড় স্টেশন...
৩ জেলায় রেল স্টেশনের নাম পরিবর্তন
![৩ জেলায় রেল স্টেশনের নাম পরিবর্তন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739445527-639d5983095bd7f8500f27bef15ba89e.jpg?w=1920&q=100)
লিবিয়ায় বিক্রি হওয়া দুই বাংলাদেশির বেঁচে ফেরার ভয়াবহ গল্প
অনলাইন প্রতিবেদক
![লিবিয়ায় বিক্রি হওয়া দুই বাংলাদেশির বেঁচে ফেরার ভয়াবহ গল্প](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739445185-fd4687e9472730188df185e4e2d5cf63.jpg?w=1920&q=100)
ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখভালো কাজের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে। ৯ মাস বন্দিদশা, প্রতিদিনের নির্যাতন, অন্ধকার এক ঘরে লাশের স্তূপের পাশে রাত কাটানোএই বিভীষিকার সাক্ষী এখনো বেঁচে আছেন তারা। ২০২৩ সালে গ্রামের দালালদের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান সাগর ও তানজির। প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় ৪ লাখ টাকা। দালালরা আশ্বাস দেয়, ভালো কোম্পানিতে চাকরি মিলবে। কিন্তু বাস্তবতা ছিল পুরোপুরি উল্টো। লিবিয়ায় পৌঁছানোর পর কোনো কাজ তো দূরের কথা, তাদের বিক্রি করে দেওয়া হয় ভয়ংকর মাফিয়াদের হাতে। মাফিয়াদের বন্দিশালায় ঢোকানোর পর তাদের চোখের ওপরই নিয়ে যাওয়া হয় স্বাধীনতা, কেড়ে নেওয়া হয় স্বপ্ন। ৮০ জন বাংলাদেশিকে রাখা হয় একটি অন্ধকার কক্ষে, যেখানে আলো ঢোকার সুযোগ নেই, বেঁচে থাকার নিশ্চয়তা নেই। শুরু হয় অবর্ণনীয়...
হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
![হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739443978-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, তবে উত্তর আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নেই ৫ মাস, নতুন হাইকমিশনার নিয়োগের জন্য আবেদন করেছি। তবে এখনো জবাব পাওয়া যায়নি। তবে ৩-৪ মাসের বেশি সময় স্বভাবিক সময়। জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন...
র্যাবের সিও ফরিদ উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গণ জমায়েত
নিজস্ব প্রতিবেদক
![র্যাবের সিও ফরিদ উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গণ জমায়েত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739441482-9f6817ce671a3804235a2b5551dca228.jpg?w=1920&q=100)
যাত্রাবাড়ী ম্যাসাকারের অন্যতম রূপকার র্যাব-১০ এর সিও ফরিদ উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গণ জমায়েতের ডাক দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার জসিউদ্দিনে বিকেল সাড়ে ৪টায় তারা এ গণ জমায়েত কর্মসূচি করবেন বলে জানিয়েছেন। কর্মসূচির পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকে জানানো হবে বলেও জানায় সংগঠনটি। ফেসবুক পোস্টে তারা জানায়, আমরা নিশ্চিত হয়েছি ফরিদ উদ্দিন বর্তমানে তার কর্মস্থল যেখানে বদলি করা হয়েছিলো খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে যেটা রাঙ্গামাটি হিল ডিসট্রিক্ট ব্যাটালিয়নের অধীনস্থ (মিলিটারি পুলিশ) সেখানে অনুপস্থিত। এর আগে বুধবার ফরিদকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সরকারের উদ্দেশে তারা বলেন, ফরিদকে আপনারা ধরবেন নাকি আমরা? সিদ্ধান্ত নিন, সময় ১২...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর