রংপুরের গঙ্গাচড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে খলেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোত্তালেবুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আটটায় খলেয়া ইউনিয়নের ভিন্নজগৎ বিনোদন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোত্তালেবুল হক হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সদস্যও। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, ভীতি সৃষ্টি, হত্যাচেষ্টাসহ নাশকতার অভিযোগে গত বছরের ৩১ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। ঐ মামলার এজাহার নামীয় আসামি তিনি। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে খলেয়া ইউপি চেয়ারম্যান মোত্তালেবুলকে আটক করা হয়েছে। প্রয়োজনীয়...
অপারেশন ডেভিল হান্ট: রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গঙ্গাচড়া প্রতিনিধি
![অপারেশন ডেভিল হান্ট: রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/14/1739470094-33494ffe43e03eb63a03504353f1f711.jpg?w=1920&q=100)
একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
অনলাইন ডেস্ক
![একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739467514-85994b4f088b21d85eed23b80944f9ff.jpg?w=1920&q=100)
দিনাজপুরের পার্বতীপুরে একই লাইন লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে দুই ট্রেনে থাকা কয়েক হাজার ট্রেন যাত্রী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর স্টেশনের ৪ নং প্লাটফরমে এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিলো রামসাগর ট্রেন। সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। চালক আব্দুস সামাদের দক্ষতায় ট্রেনটি প্লাটফরমে প্রবেশের পর নিয়ন্ত্রনে আসে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী। ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে জানতে পার্বতীপুর স্টেশনের সিগন্যাল মাস্টার নুর...
অপারেশন ডেভিল হান্ট: সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
![অপারেশন ডেভিল হান্ট: সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739466248-33d4a8f15a008d9ac665ddf7e429dc24.jpg?w=1920&q=100)
পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়াও ওই মামলায় মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত নামা আসামি হিসেবে সদর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।...
শহীদ সালাউদ্দিনের নামে শেখ রাসেল সেতুর নামকরণ
নড়াইল প্রতিনিধি
![শহীদ সালাউদ্দিনের নামে শেখ রাসেল সেতুর নামকরণ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739465388-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
নড়াইল শহরের বুক চিরে বয়ে চলা চিত্রা নদীর ওপর শেখ রাসেল সেতুর নাম বদলে জুলাই বিপ্লবে আত্মহুতি দানকারী নড়াইলের গর্বিত সন্তান শহীদ সালাউদ্দিনের নামে নামকরণ করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ রাসেলের নামের ফলক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার উদ্যোগে শহীদ সালাউদ্দিন সেতু নামের ব্যানার টানিয়ে শেখ রাসেল সেতুর নাম পরিবর্তনের এ কার্যক্রম সম্পন্ন করা হয়। শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন এ কার্যক্রম উপলক্ষে এ দিন বিকেল ৫টার দিকে ছাত্ররা শহরের পুরাতন বাস টার্মিনালে সমবেত হন। সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা সদস্য সচিব সাফায়াতে হোসেন, যুগ্ম সদস্য সচিব শুভ মোল্যা, আমিরুল ইসলাম রানা, মেহেদী হাসান, পরশ আহম্মেদ জয় মাঈম, রাশেদুলের নেতৃত্বে সকলে রওনা দিয়ে রাসেল সেতুতে উপস্থিত হন। পরে তারা সেতুর...