মিসরের রাজধানী কায়রোতে একটি ভবনধসে ১০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আল-আখবার আল-ইয়ুম সংবাদপত্রের মতে, কেরদাসার শ্রমিকদের পাড়ায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পাঠানোর পাশাপাশি নাগরিক প্রতিরক্ষা দল ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎক্ষণাৎ এগিয়ে যায়। এদিকে এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্রকে জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ভবনধসের ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে বলেও জানান তারা। এদিকে ২ কোটি ৬০ লাখেরও বেশি লোকের আবাসস্থল কায়রোর বিস্তৃত মহানগরীতে ভবন বিধিমালা অসমভাবে প্রয়োগ করা হয়। আরও পড়ুন...
ভবনধসে মিসরে নিহত ১০
অনলাইন ডেস্ক
![ভবনধসে মিসরে নিহত ১০](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739875219-5e07e39ffb33d34a7219eab7ee2b7185.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের ঠাই দেবে কোস্টারিকা
অনলাইন ডেস্ক
![যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের ঠাই দেবে কোস্টারিকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739873624-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর যুক্তরাষ্ট্র থেকে যেসব অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে, তাদের ঠাই দেবে দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা। জানা গেছে, মধ্যপ্রাচ্য ও ভারতের দুশজন অভিবাসী এরই মধ্যে সেখানে যাচ্ছেন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার দাবি, আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানে মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে অন্তত দুশো জন ব্যক্তি ওই দেশে গিয়ে নামবেন। কোস্টারিকা তাদের স্বাগত জানাতে প্রস্তুত। বুধবার যারা গিয়ে পৌঁছাবেন, তাদের একটি অস্থায়ী অভিবাসী ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে কোস্টারিকা। এই ক্যাম্পটি পানামা সীমান্তের কাছে তৈরি করা হয়েছে। সেখান থেকেই এসব ব্যক্তিকে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করবে। আরও পড়ুন সৌদিতে সতর্কতা জারি ১৭ ফেব্রুয়ারি, ২০২৫...
বলিভিয়ায় গভীর খাদে পড়ল বাস, প্রাণ গেল ৩০ জনের
অনলাইন ডেস্ক
![বলিভিয়ায় গভীর খাদে পড়ল বাস, প্রাণ গেল ৩০ জনের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739866258-7b8b1f8fe8283d0b9300bad362af17a9.jpg?w=1920&q=100)
বলিভিয়ায় একটি যাত্রীবাহী বাস ৮০০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। খবর এএফপির। পুলিশ কর্নেল ভিক্টর বেনাভাইদেস এএফপিকে বলেন, ইয়োকাল্লা শহরের কাছে দুর্ঘটনায় নিহত ৩০ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোতোসি এবং ওরুরো শহরের মাঝে দ্বিমুখী একটি সংকীর্ণ সড়ক দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। স্থানীয় নিউজ আউটলেট ইউনিটেল জানিয়েছে, দুর্ঘটনায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে,...
‘বাবা খুন করেছে মাকে’, ছবি এঁকে পুলিশকে দিল ৪ বছরের শিশু
অনলাইন ডেস্ক
![‘বাবা খুন করেছে মাকে’, ছবি এঁকে পুলিশকে দিল ৪ বছরের শিশু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739861743-438924c4072dae75bb6e186eff7efd3a.jpg?w=1920&q=100)
মাত্র চার বছর বয়সী শিশুর একটি অস্পষ্ট আঁকা ছবি তার মায়ের হত্যাকারীকে চিহ্নিত করতে সহায়তা করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশর ঝাঁসির এলাকা থেকে এই শিশুটির মায়ের মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে পুলিশ এ ঘটনার কোনো কারণ খুঁজে না পেয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মামলা করে। কিন্তু ঘটনার মোড় নেয় চার বছর বয়সী কন্যাশিশুর একটি আঁকা ছবি নিয়ে। ওই ছবিতে দেখানো হয়েছে কীভাবে তার মাকে অত্যাচার করে মেরে ফেলেছে বাবা। আঁকা ছবির সঙ্গে লেখা ছিল বাবাই মাকে খুন করেছে। পুলিশ জানায়, ওই গৃহবধূর নাম সোনালী বুধোলিয়া (২৭)। তাকে হত্যার পর স্বামী জানায়, শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। এজন্য আত্মহত্যা করেছে। পুলিশ শুরুতে এ ঘটনাকে আত্মহত্যা মনে করলেও ভুল ভাঙিয়ে দেয় চার বছরের কন্যাশিশু। ওই শিশু পুলিশকে জানায়, বাবা প্রায়ই মাকে মারধর করত। ঘটনার দিন...