ফেনীতে ৭৫ ঘরবাড়ি ও ১৫শ একর জমির ফসল নষ্ট

ফণীর ছোবল

ফেনীতে ৭৫ ঘরবাড়ি ও ১৫শ একর জমির ফসল নষ্ট

ফেনী প্রতিনিধি

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ফেনীতে শনিবার সকাল ছয়টা থেকে টানা ১০টা পর্যন্ত মুষুলধারে বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে 
আটটি ঘরবাড়ি পুরো ক্ষতিগ্রস্থ ও ৬৭টি ঘরবাড়ির আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, সদর ইউনিয়ন, চরদরবেশ ও আমিরাবাদ ইউনিয়নে ৪৩টি আশ্রয়কেন্দ্রে উপকূলীয় অঞ্চলের ২০ হাজার লোকজন পরিবার-পরিজন ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসন পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সম্ভাব্য ক্ষতি এড়াতে ১৫শ স্বেচ্ছাসেবক ও ৭৮টি মেডিকেল টিম মাঠে কাজ করছে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘণ্টায় ২৯ কিলোমিটার গতিবেগে বাতাস ও ২২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর