চোখে অশ্রু, হাতে ফুল সন্জীদা খাতুনের শেষবিদায়ে ছায়ানট সংস্কৃতি ভবনে নেমেছিল হাজারো জনতার ঢল। শাহীন সামাদ, বুলবুল ইসলামরা গাইলেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, কান্না হাসির দোল দোলানো। আজ বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ সন্জীদা খাতুনের কফিন শেষবারের মতো ছায়ানট সংস্কৃতি-ভবনে নেওয়া হলে শোকের আবহ তৈরি হয়। গান আর ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায় জানালেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিল্পী, ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ হাজার মানুষ। গতকাল মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ ছুঁই ছুঁই। যাদের হাত ধরে ছায়ানট গড়ে উঠেছে, তাদের একজন সন্জীদা খাতুন। তিনি ছায়ানটের সভাপতির দায়িত্বেও ছিলেন। ছায়ানটের প্রতিষ্ঠাতাদের মধ্যে...
ছায়ানটে সন্জীদা খাতুনকে অশ্রুসিক্ত বিদায়
নিজস্ব প্রতিবেদক

পল্লবীতে ১২তলা ভবনে আগুন, নিহত ১
অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোয়ার কারণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর পল্লবীতে ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের ৮তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে। পরে ফায়ার সদস্যদের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন ও ধোঁয়ায় মারা যান ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা...
পল্লবীতে আগুন, প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ধোয়ায় সাপোকেশনে মারা যান ওই বৃদ্ধা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের কাছে খবর আছে বর্ধিত পল্লবীর ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের আটতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। News24d.tv/তৌহিদ
এবার ঈদে ভিন্ন আঙ্গিকে উৎসব করবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক

নগরবাসীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আসন্ন ঈদুল ফিতরে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে আনন্দপূর্ণ ও বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ডিএনসিসি কর্তৃক ঈদের জামাত, ঈদ আনন্দ মিছিল ও ঈদ মেলা আয়োজনের প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শেষে জামাতের স্থান পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদ আনন্দ মিছিল শুরু হবে। আনন্দ মিছিলটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে খামার বাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে (সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) গিয়ে শেষ হবে। মানিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর