মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই হাসান মুন্সি। বুধবার (২৬ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় প্রতিপক্ষ আজগর হাওলাদার, লিটন হাওলাদারসহ ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত রয়েছে আরও ২০ থেকে ২৫ জন। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে মাদারীপুর পৌর শ্রমিকদলের সভাপতি করা হয়। লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি হওয়ায় এই কমিটির বিরোধিতা করছিলেন শাকিল মুন্সি। এই ঘটনার জের ধরেই ২৩ মার্চ...
মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা
মাদারীপুর প্রতিনিধি

নাটোরে বিএনপির কমিটি থেকে ৫ নেতা বাদ, প্রতিবাদে সড়ক অবরোধ
নাটোর প্রতিনিধি

নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে নাম সংযুক্ত করার পর প্রত্যাহারের ঘটনায় জেলার কমপক্ষে তিনটি স্থানে আলাদা বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেছে বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় সদ্যঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরে নাটোরের দিঘাপতিয়া, দত্তপাড়া এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শত শত বিএনপি নেতাকর্মীরা। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ বছরের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের আহবায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজন এবং মানহানিকর। বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে তারা বলেন, রাজপথের ত্যাগী, নির্যাতিত, লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার পরে কিভাবে তা প্রত্যাহার করা...
নারায়ণগঞ্জে চিপসের প্যাকেট তৈরির কারখানায় আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি চিপসের প্যাকেট তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটির ম্যানেজার পিন্টু চাকমা জানান, প্রতিষ্ঠানে প্রচুর মালামাল মজুদ ছিল। এটি মূলত চিপসের প্যাকেট তৈরির কারখানা। কারখানার চলমান অবস্থায় আগুন লাগলে শ্রমিকরা বের হয়ে আসে। আগুনে কারখানার মালামাল ও মেশিনারিজের ব্যাপক ক্ষতিসাধন হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, চিপসের প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ...
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বেলপুকুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপেক্স বেলপুকুর রেলগেট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর