শ্রীলংকায় ফের হামলার আশঙ্কা!

ফাইল ছবি

শ্রীলংকায় ফের হামলার আশঙ্কা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীদের আরও হামলার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার তিনি এ সতর্ক বার্তা দেন।

তিনি বলেন, শ্রীলংকার ইস্টার সানডের বোমা হামলাকারীদের অধিকাংশের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে তদন্তকারীরা।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদের ধরতে সক্ষম হয়েছে সরকার।

এই হামলার পর নতুন সন্ত্রাসবিরোধী আইন চালু করার পরিকল্পনা চলছে।

এদিকে পুলিশ বলছে, ২১ এপ্রিলের বোমা হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের প্রায় ৪০ মিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অডিও বার্তায় ভারপ্রাপ্ত পুলিশ প্রধান চন্দনা বিক্রমারত্নে বলেছেন, হামলার সঙ্গে জড়িত প্রায় সব সন্দেহভাজন হামলাকারী এবং ষড়যন্ত্রকারী অভিযানে নিহত অথবা গ্রেফতার হয়েছেন।

এতে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্তত দুজন বোমা বিশেষজ্ঞ ছিলেন।

যারা অভিযানে মারা গেছেন।

পুলিশপ্রধান বলেন, তারা আরও হামলা চালানোর জন্য বিস্ফোরক মজুদ করেছিল, আমরা সেগুলো জব্দ করেছি।

উল্লেখ্য, ২১ এপ্রিল শ্রীলংকার কয়েকটি চার্চ ও হোটেলে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলায় ৪২ বিদেশি নাগরিকসহ ২৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০০ জন আহত হয়েছেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর