রংপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পর্ঘ অর্পণ করা হচ্ছে

রংপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জের ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পর্ঘ অর্পণ করেন, এমএ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া দিনটিকে ঘিরে এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর কেরামতিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনী নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়।

এদিকে প্রয়াত প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পীরগঞ্জের ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন,
বঙ্গবন্ধু পরিষদ, কর্মচারী ইউনিয়ন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/মানিক/তৌহিদ)

সম্পর্কিত খবর