মমতা দিদি আমাকে গালাগালি করছেন: মোদি

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী

মমতা দিদি আমাকে গালাগালি করছেন: মোদি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বলেছেন, ‘দিদি, আমাকে গালাগালি করছেন। অসহায় হয়ে থাপ্পড় দেওয়া, পাথর ছোড়ার কথা বলেছেন। বুঝতে পারছেন তাঁর পায়ের তলার মাটি সরে যাচ্ছে।

বৃহস্পতিবার বাঁকুড়া লোকসভায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি, দেশের প্রধানমন্ত্রীকে মানতে রাজি নন। কিন্তু, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে রাজি। দিদি অহংকারী।

তাঁর এই অহংকার এবার পতনের কারণ হবে। দিদির অত্যাচারের কথা সারা দেশে আলোচনা হয়। যারা ভগবানের নাম নিচ্ছে তাঁদের হয়রানি করা হচ্ছে। এই ‘স্পিড ব্রেকার দিদি’র শাসনে কৃষক, শিক্ষক সবাই হয়রান। বাংলাকে এর থেকে মুক্তি দিতে হবে। ’

তিনি বলেন, ‘আপনারা সস্তায় যে চাল পান তা কেন্দ্রীয় সরকার পাঠায়। কেন্দ্রের টাকা লুট করে নেয় তৃণমূলের সিন্ডিকেট। কয়লা মাফিয়ারা তৃণমূলকে তোলা দেয়, কিন্তু বেতন পায় না খনি শ্রমিকরা। বাংলার উন্নতির জন্য কোনো চিন্তা করেন নি দিদি। এখানে পরীক্ষায় পাস করে চাকরি পাওয়া যায় না, চাকরি করলে ডিএ পাওয়া যায় না। দিদি অনুপ্রবেশকারীদের জন্য মমতা দেখাচ্ছেন। বিদেশিকে নিয়ে এসে তৃণমূলকে ভোট দিতে বলতে হচ্ছে। দিদি, তৈরি থাকুন মানুষ এবার এসবের জবাব দেবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর