১৪৫পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর

১৪৫পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রায়ন-২প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে ১৪৫টি নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।  

বরাদ্দকৃত ১৬২টি ঘরের মধ্যে নির্মাণাধীন রয়েছে আরও ১৭টি। ১কোটি ৬২লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে শুক্রবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ভবনের সভা কক্ষে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.ফারুক আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.সফি উল্লাহ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার প্রমুখ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর