পাইলটসহ আহত ১০ যাত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছেছে বিশেষ ফ্লাইট

ছবি সংগৃহীত

ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনা

পাইলটসহ আহত ১০ যাত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছেছে বিশেষ ফ্লাইট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনায় আহত পাইলট শামীমসহ আহত ১০ যাত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছেছে বিমানের বিশেষ ফ্লাইট। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিমানের ওই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এরআগে আহতদের দেশে ফিরিয়ে আনতে বিকাল ৩টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা হয়। ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছায় বিকাল ৫ টার পর।

এ বিষয়ে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানিয়েছেন, বিমানের একটি বিশেষ ফ্লাইটে ওই দশজন ইয়াঙ্গুন থেকে দেশের পথে রওনা হবেন।

তিনি জানান, বিশেষ ফ্লাইটে তাদের যাত্রার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৬ জন যাত্রী এবং দুর্ঘটনা কবলিত বিমানের চারজন ক্রু রয়েছেন।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এ সময় বিমানে থাকা পাইলট কেবিন ক্রুসহ ৩৫ জন আহত হন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর