দেশে পাইকারি হারে নারী নির্যাতন চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

দেশে পাইকারি হারে নারী নির্যাতন চলছে: রিজভী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারী ও শিশু নির্যাতনকারীদের অধিকাংশ ক্ষমতাসীন দলের লোক বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সেই সঙ্গে বলেছেন, সরকারের আনুকূল্য পাওয়ার কারণেই সামাজিক এই অপরাধ সরকার ঠেকাতে পারছে না।

রিজভী শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ অভিযোগ করেন।

কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মহিলাদল আয়োজিত মানববন্ধনে রিজভী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। অথচ কী দুর্ভাগ্যের বিষয়- পাইকারি হারে নারী নির্যাতন চলছে। যখন থেকে তারা ক্ষমতায় এসেছেন তখন থেকে তারা এটা করছে।

‌‘নারী নির্যাতন নির্মূল করার দায়িত্ব সরকারের।

কিন্তু নির্মূল করা তো দূরে থাক, আমরা অনেক সময় উস্কানি দিতে দেখেছি। ’

যারা এ কাজগুলো করছে, তারা অধিকাংশ ক্ষমতাসীন দলের লোক বলে দাবি করেন রিজভী।

বলেছেন, ক্ষমতাসীন দলের লোক বলেই তারা পার পেয়ে যাচ্ছে। তারা সরকারের আনুকূল্য পাচ্ছে। আর আনুকূল্য পাচ্ছে বলেই এ সামাজিক অপরাধ সরকার ঠেকাতে পারছে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর