বগুড়া-৬ আসনে লড়বেন হিরো আলম

হিরো আলম

বগুড়া-৬ আসনে লড়বেন হিরো আলম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের মধ্যে শপথগ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের কথা জানান হিরো আলম।

সম্প্রতি হিরো আলম জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দেওয়ার পর একটি গুরুত্বপূর্ণ পদ তাকে দেওয়া হয়।

দল থেকেই তিনি উপনির্বাচনের জন্য মনোনয়ন চাইবেন বলে জানান হিরো আলম।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। এ আসন থেকে সিংহ মার্কায় তিনি পেয়েছিলেন ৬৩৮ ভোট। পরে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর