রাঙামাটিতে ফল ব্যবসায়ীর দণ্ড

ফল ব্যবসায়ীর দণ্ড। প্রতীকী

রাঙামাটিতে ফল ব্যবসায়ীর দণ্ড

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে তিন অসাধু ফল ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে শহরের রিজার্ভ বাজার এলাকায় রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কিছু ব্যবসায়ী মেয়াদোর্ত্তীণ, বাসি, পঁচা, খাওয়ার অযোগ্য বিভিন্ন ফলমূল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান অভিযানে নামে রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

এসময় তিনি ওই এলাকায় বেশকিছু দোকান পরিদর্শন করে তিনটি দোকানে এসব খাবারের সন্ধান পান। পরে ওইসব দোকান
তল্লাশি চালিয়ে দোকানের মালিদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারায় ৪ হাজার ৫০০টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।  

রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, রমজানকে ঘিরে কেউ অসাধু ব্যবসা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর