৬২০ বিলিয়ন রুপির বেশি মূল্যের ১৫৬টি হালকা যুদ্ধ হেলিকপ্টার (এলসিএইচ) এবং প্রশিক্ষণ ও অন্যান্য সংশ্লিষ্ট সরঞ্জাম ক্রয় চুক্তির অনুমোদন দিয়েছে ভারত। গতকাল শুক্রবার (২৮ মার্চ) ভারতের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিটি অনুমোদন করে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে স্বাক্ষর করেছে। ভারতের রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এই হেলিকপ্টারগুলো সরবরাহ করবে। ভারতীয় সেনাবাহিনী ৯০টি হেলিকপ্টার পাবে এবং ৬৬টি পাবে বিমান বাহিনী। এ বিষয়ে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন বলছে, এলসিএইচ প্রচণ্ড মডেলের আক্রমণাত্মক হেলিকপ্টারটি ৫ হাজার মিটার উচ্চতায় উড়তে এবং অবতরণ করতে সক্ষম। এই বৈশিষ্ট্যের কারণে এটি...
ইতিহাস গড়ে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করছে ভারত
অনলাইন ডেস্ক

সৌদির পর আমিরাতও জানালো রোববার ঈদ
অনলাইন ডেস্ক

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার (৩০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদির পর এবার সংযুক্ত আরব আমিরাতও জানালো রোববার ঈদ। শনিবার (২৯ মার্চ) আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আমিরাতজুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করেছে দেশটির সরকার। বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯ মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কান ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে। news24bd.tv/এআর...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ১৬০০ ছাড়াল
অনলাইন ডেস্ক

শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ১৬০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৩ হাজার ৪০০-র বেশি মানুষ। উদ্ধারকাজ এখনও চলছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র স্পষ্ট হয়নি। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ১৫০০-এর বেশি ঘর-বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানে যুক্ত এক স্বেচ্ছাসেবক বলেন, আমরা কতটা অসহায়, তা বলে বোঝানো যাবে না। ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষের আর্তচিৎকার শুনছি, কিন্তু খালি হাতেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছি। মান্দালয়ের এক প্রত্যক্ষদর্শী জানান, শহরের একটি হোটেল ধসে পড়েছে, যার নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। তিনি বলেন, আমি মায়েদের কান্না শুনতে...
ওমানে ঈদ সোমবার
অনলাইন ডেস্ক

শাওয়াল মাসের চাঁদ দেখ গেছে সৌদি আরবে। দেশটির মানুষ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন। এছাড়া কাতার, আমিরাতও রোববার ঈদুল ফিতর উদযাপন হবে। তবে সৌদির প্রতিবেশী ওমান চাঁদ দেখা যায়নি। দেশটির সরকার সোমবার ঈদ শুরুর ঘোষণা দিয়েছে। সৌদি ও ওমানে গত ২৮ ফেব্রুয়ারি একইসঙ্গে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে গত ১ মার্চ থেকে উভয় দেশেই রমজান মাস শুরু হয়েছিল। টাইমস অব ওমান এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কমিটি শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার বৈঠকে বসে। চাঁদ যেহেতু দেখা যায়নি তাই তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে। সূত্র: টাইমস অব ওমান news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর