সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকা ডুবে পাঁচজন মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াপাড়ার বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু পুত্র গঙ্গা সরকার (৫), আরেক এক শিশুর নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। ওখানে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালও ছিল। ট্রলারটি মদনা কান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১ টায় জানান, ট্রলারডুবিতে পাঁচজন মারা গেছেন। এরমধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু। সবার নাম পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থল থানা...
সুনামগঞ্জে নৌকা ডুবে প্রাণ গেল ৫ জনের
সুনামগঞ্জ প্রতিনিধি

টাঙ্গাইলে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল দম্পতির, ছেলে আহত
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়িচাপায় স্বামী-স্ত্রী মারা গেছেন। শনিবার (২৯ মার্চ রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের ছেলে আহত হয়েছে। আহত ছেলের নাম দিবস দাস (৮)। তাকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেনে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যায়। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে রঞ্জিত মারা যায়।...
দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
অনলাইন ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুরে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান। এর আগে সকালে ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। ৩১ বিজিবির অধিনায়ক জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪ বোতল মদ জব্দ করা হয়। তিনি আরো বলেন, জব্দ করা এসব মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।...
আরও ৩০০ কাছিম ছানা সাগরে অবমুক্ত
অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন একটি হ্যাচারিতে জন্ম নেওয়া ৩০০টি কাছিম ছানা নতুন ঠিকানা পেল সাগরের লোনাজলে। শনিবার (২৯ মার্চ) বেলা দেড়টার দিকে এসব কাছিম ছানাকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত থেকে সাগরে অবমুক্ত করা হয়। নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)-এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম জানান, এ বছর টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকতের আশপাশের এলাকা থেকে ৮ হাজার ৫০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত প্রায় ২ হাজার কাছিম ছানাকে ধাপে ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে। টেকনাফসহ পুরো কক্সবাজার জেলায় এ বছর ১২টি পয়েন্ট থেকে ২৫ হাজার ৭০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে। আবদুল কাইয়ুম জানান, এসব ডিমের ৮৫ শতাংশ সফলভাবে ফুটেছে। শনিবার দুপুরে নেকমের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর